বিএনপি হরতালের প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
বিএনপির সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি করা হয়।
রোববার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ থেকে মিছিলটি জিপিও জিরো পয়েন্ট পর্যন্ত গিয়ে আবার আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সংগঠন সম্পাদক আহমদ হোসেন, অ্যাডভোকেট আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ, সহ সভাপতি ডা. দীলিপ কুমার রায়, হেদায়েতুল ইসলাম স্বপন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, মিরাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম মুরাদ প্রমুখ।
এদিকে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের পর ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল করা হয়। এসময় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, মাকসুদুর রহমান প্রমুখ।