দীর্ঘ ৬ মাস ওয়ানডে দলেও ছিলেন না অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। তবে বিশ্বকাপ দলে জায়গা পান রিয়াদ। সেই সুযোগ বেশ ভালোভাবেই কাজে লাগাচ্ছেন ৩৭ বছর বয়সী মাহমুদউল্লাহ। সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। তবে বিশ্বকাপের মঞ্চেই যেন অবসরের ইঙ্গিত দিয়ে দিলেন বাংলাদেশের নির্ভরযোগ্য এই ব্যাটার।
আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহমুদউল্লাহ জানিয়েছেন, এটিই হতে চলেছে তার শেষ বিশ্বকাপ। তিনি বলেন, ‘সত্যি বলতে, আমি আমার শেষ বিশ্বকাপ খেলছি। আমি বাংলাদেশ দলের পক্ষে আর কতদিন খেলব তা নির্ভর করছে আমার পারফরম্যান্স ও শরীরিক ফিটনেসের ওপর। হয়ত কয়দিন পরে বা দ্রুতই আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবো।’
মাহমুদউল্লাহ আরও বলেন, ‘দেশের হয়ে অনেকদিন ধরেই খেলছি আমি। ২০০৭ সালে আমার অভিষেক হয় বাংলাদেশের জার্সিতে। এরপর অনেক সময় হয়ে গেলো আমি খেলছি, আইসিসি ইভেন্টে চারটি সেঞ্চুরি করতে পারায় আসলে আমি নিজেকে ভাগ্যবানই মনে করি।’
রিয়াদ মনে করেন মুস্তাফিজ, তাসকিন, লিটন-মিরাজরাই দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবেন। তিনি বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটকে অবশ্যই এগিয়ে যেতে হবে। আমাদের ড্রেসিংরুমে যে প্রতিভা আছে, মুস্তাফিজ, তাসকিন, শান্ত, লিটন, মিরাজ-এরপর তারাই ধীরে ধীরে সিনিয়র ক্রিকেটার হবে। তারাই এরপর দলের দায়িত্ব নেবে। বাংলাদেশের কিংবদন্তি একদিন তারা হবে।’