জ্যেষ্ঠ প্রতিবেদক:
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় ছাড়া সমাবেশের জন্য বিকল্প দুটি জায়গার নাম চেয়ে পুলিশের পক্ষে থেকে বিএনপিকে চিঠি দেওয়া হয়েছে। চিঠির জবাবে বিএনপির পক্ষে থেকে বলা হয়েছে— ২৮ অক্টোবরের শান্তপূর্ণ সমাবেশ নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ে সামনেই আয়োজনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অন্য কোনও ভেন্যুতে যাওয়া সম্ভব হবে না।
আজ (বৃহস্পতিবার) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন মিয়া বরাবর পাঠানো চিঠিতে এ কথা জানানো হয়। একই সঙ্গে পুলিশের পক্ষে থেকে জানতে চাওয়া ৬টি প্রশ্নের উত্তর দেওয়া হয় চিঠিতে।