আলোর জগতের নিউজে সিলেট জুড়ে তোলপাড়
বিশেষ প্রতিনিধি
আলোর জগত পত্রিকার শেষ পাতায় গতকাল “শিবির নেতা থেকে ছাত্রলীগ সেক্রেটারি জাকির টার্গেট এখন দলের টিকেট” শিরোনামে একটি সংবাদ প্রকাশ হলে সিলেট জুড়ে তোলপাড় শুরু হয়। আলোর জগত পত্রিকার অফিসে এস এম জাকিরের সেকেন্ড ইন কমান্ড বেলাল হোসাইন সমকালের সাংবাদিক পরিচয় দিয়ে হুমকি দেয়। খোজ নিয়ে জানা যায়, এস এম জাকির একসময় যেমন শিবির করতো ঠিক তেমনিভাবে বেলালও একসময় তালামীয করতো।
জাকির ছাত্রলীগে আসার পর বেলালও ছাত্রলীগে যোগদান করে এবং রাতারাতি জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক বনে যায় বেলাল। জাকিরের আপন বড় ভাইয়ের সালা হওয়ায় বেলালের কদর এমনিতেই একটু বেশি। জাকিরের বেশির ভাগ অপকর্মের সহযোগী হলো বেলাল। ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকাকালীন সময়ে নিজের প্রভাব খাটিয়ে বেলালকে সমকালের প্রতিনিধি করেন এস এম জাকির।
জুড়ী, বড়লেখা, মৌলভীবাজার, সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় এস এম জাকিরের তদবির বাণিজ্য সহ বিভিন্ন সরকারি অফিসে প্রভাব বিস্তারে সবার শীর্ষে নাম রয়েছে বেলালের। জাকিরের শিবির নেতা থেকে শুরু করে অবৈধ সম্পদের মালিক হওয়া পর্যন্ত সকল তথ্য জনসম্মুখে না আসার জন্য বেলাল সহ কয়েকজন সাংবাদিক কে নিজের পকেটেই রেখেছেন সব সময়।
আলোর জগত পত্রিকায় “শিবির নেতা থেকে ছাত্রলীগ সেক্রেটারি জাকির টার্গেট এখন দলের টিকেট” শিরোনামে সংবাদ প্রকাশের পর আলোর জগত পত্রিকার অফিসে এস এম জাকিরের সেকেন্ড ইন কমান্ড সাংবাদিক নামধারী বেলাল হোসাইন হুমকি দিয়ে বলেন, সবাইকে মৌলভীবাজার নিয়ে ছাড়বেন? একজন সাংবাদিকের এমন দালালি মেনে নেয়া যায় না। (তবে এস এম জাকির এবং তার সহযোগী বেলালের বিভিন্ন অপকর্মের নিউজ আরো প্রকাশিত হবে। এনিয়ে অনুসন্ধান চলছে)