জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে দারুণ ছন্দে থাকা নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। কিউইদের বিপক্ষে আগে ব্যাট করে সাকিব আল হাসানের দল ২৪৫ রান সংগ্রহ করেছে।
এখন পর্যন্ত বিশ্বকাপে পাঁচবার মুখোমুখি হলেও নিউজিল্যান্ডকে কখনো হারাতে পারেনি বাংলাদেশ। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ হেরেছিল ২ উইকেটে। এবার কী টাইগাররা পারবে নতুন ইতিহাস লিখতে?
সংক্ষিপ্ত স্কোর : বাংলাদেশ- ২৪৫/৯ (৫০ ওভার)
নিউজিল্যান্ড- ১২৩/২ (ওভার : ২৫.০)
এর আগে তাসকিনের করা ১৩তম ওভারে একটি রিভিউ হারিয়েছে টাইগাররা। আম্পায়ার কট বিহাইন্ডের জোরাল আবেদন খারিজ করে দিলে সতীর্থদের কথায় শেষ মুহূর্তে রিভিউ নেন সাকিব। পরে টিভি রিপ্লেতে দেখা যায় বলে ডেভন কনওয়ের গ্লাভসের কোনো স্পর্শ ছিল না। ব্যর্থ হলো বাংলাদেশের প্রথম রিভিউ।
তাদের ব্যাটে ৫৯ বলে এসেছে ৫০ রান। এতে অগ্রণী মুশফিক, ৩৩ বলে তার ব্যাট থেকে এসেছে ৩৩ রান। ১৬ রান করেছেন সাকিব।
দারুণ শুরু পেয়েছেন তানজিদ তামিম। অন্যদিকে, আজ তিনে নেমেছেন মেহেদী হাসান মিরাজ। তাদের পাল্টা আক্রমণে দ্রুত এগোচ্ছে বাংলাদেশ। ৭ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৪০। ৩১ বলে ২২ রানে খেলছেন মিরাজ। ১৬ বলে ১৬ রানে ব্যাট করছেন বেশ চাপে থাকা তানজিদ।
১ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৫।
বাংলাদেশের একাদশ
তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ
ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।