আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস হামলা চালানো শুরুর পর এখন পর্যন্ত ২৫৮ ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন। শুক্রবার (১৩ অক্টোবর) নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। গত শনিবার কোনো পূর্ব ঘোষণা ও ইঙ্গিত ছাড়াই আকস্মিকভাবে ইসরায়েলে হামলা চালানো শুরু করে হামাস। তাদের এ হামলায় ১ হাজার ৩০০ জনেরও বেশি ইসসরায়েলি প্রাণ হারিয়েছেন। যার মধ্যে সেনার সংখ্যাই আড়াই‘শর বেশি।
হামাসের এই হামলার পর প্রতিশোধ নিতে গাজা উপত্যকা লক্ষ্য করে হামলা চালানো শুরু করে ইসরায়েলি বিমানবাহিনী। তাদের এসব নির্বিচার হামলায় প্রায় ১ হাজার ৫০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। বোমা হামলা অব্যাহত থাকায় এ সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এরমধ্যে শুক্রবার গাজার প্রায় ১১ লাখ বাসিন্দাকে দক্ষিণ দিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। ধারণা করা হচ্ছে, বেসামরিক মানুষ সরে গেলে সেখানে স্থল হামলা শুরু করবে ইসরায়েলি বাহিনী। স্থল হামলার জন্য ইতিমধ্যে গাজার কাছে প্রায় ৩ লাখ সেনা জড়ো করেছে ইসরায়েল। এসব সেনার সঙ্গে রয়েছে ট্যাংকসহ অত্যাধুনিক যুদ্ধাস্ত্র।
ইসরায়েলের যুদ্ধকালীন জরুরি সরকারের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট গতকাল বৃহস্পতিবার হুমকি দিয়েছেন, তারা গাজায় এমন অভিযান চালাবেন; যার মাধ্যমে পৃথিবী থেকে হামাসকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এদিকে ১৯৪৫ সালে ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করে সৃষ্টি হয় ইসরায়েলের। আর নিজেদের ৭৫ বছরের ইতিহাসে কখনো এমন পরিস্থিতিতে পড়েনি তারা। এছাড়া স্মরণকালে এক সঙ্গে এত সেনাও হারায়নি ইহুদিবাদী ইসরায়েল।