ঢাকা ১২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

লালবাগে ডিসি জাফরের সাথে সৌজন্য সাক্ষাতে ‘মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড’

নিজস্ব প্রতিনিধি

মঙ্গলবার (২৩ আগষ্ট) দুপুরে ‘মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড’ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি পল্টন দাসের নেতৃত্বে সংগঠনের ১১ সদস্যের একটি দল রাজধানীর লালবাগ বিভাগে সদ্য পদায়নকৃত উপ-পুলিশ কমিশনার (ডিসি) জাফর হোসেনের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড নেতৃবৃন্দ নতুন ডিসি জাফর হোসেনকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের উপদেষ্টা আবেদ আলী জুয়েল, সহ-সভাপতি হাজী মো. আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সমাজ কল্যাণ সম্পাদক আবুল হোসেন মন্টু, কোষাধ্যক্ষ মো. আমীর হোসেন, লালবাগ থানা সাবেক সভাপতি মো. সিরাজ সরদার, হাজারীবাগ থানা সভাপতি সামছুদ্দিন রতন, সাধারন সম্পাদক ঝর্ণা বেগম, কামরাঙ্গীরচর থানা সভাপতি আব্দুল আওয়াল রুবেল এবং সাধারন সম্পাদক মো. সোহেল হোসেন।

বিভিন্ন দেশের গণপরিবহনের সঙ্গে তাল মিলিয়ে গত ১৬ আগষ্ট, মঙ্গলবার ঢাকায় এই প্রথম পুলিশের লালবাগ বিভাগের উদ্দ্যোগে বিকাশ পরিবহন ও মেট্রো সার্ভিস লিমিটেড বাসের চালক ও সহকারীদের ইউনিফর্ম পরিধান কার্যক্রমের উদ্বোধন করা হয়। ঐ সময় ডিসি জাফর হেসেন বলেছিলেন, ‘সারাদেশে পরিবহন শ্রমিকদের হাতে অনাকাঙ্খিত ঘটনা ঘটছে। বিশেষ করে বাসের নারী যাত্রীদের সাথে অসদাচরণ হয়ে থাকে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে বাসের মধ্যে ধর্ষণ ও শারীরিক হেনস্তাসহ অশালীন আচরনের ঘটনা ঘটছে। কিছুদিন আগে ইডেন কলেজের এক ছাত্রীর সাথে এ ধরনের ঘটনা ঘটে। বাস শ্রমিকদের পরনে ইউনিফর্ম থাকলে চালকের নাম, নম্বর ও কোন পরিবহনের চালক বা সহকারী সেটা যাত্রীরা দেখতে পারবেন। তখন কোনো ধরনের আইন বহির্ভূত কাজ করতে গেলে ধরা পড়ে যাবে, এই ভয় থেকে অনেকেই অপরাধ থেকে দূরে থাকবেন।’
বিষয়টি উল্লেখ করে আগামীতে জনস্বার্থে আর কি কি ধরনের পদক্ষেপ গ্রহন করা হবে বলে মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড নেতৃবৃন্দের পক্ষ থেকে জানতে চাওয়া হলে ডিসি জাফর হেসেন বলেন, ‘যেখানে যে সমস্যা রয়েছে বা যেখানে যা ভালো কিছু করা যায়, শুধু সমস্যা নিয়েই নয়, মানুষের কল্যাণে বা সচেতনতা বৃদ্ধির জন্য বা সেবাধর্মী যে কাজগুলো রয়েছে, সেগুলো জনগণকে সাথে নিয়ে তাদের ধারনার সাথে আমাদের ধারনা মিলিয়ে সমাজের জন্য যা কিছু ভালো, সেগুলো করার জন্য আমরা সকলকে সাথে নিয়ে যৌথভাবে কাজ করবো।’ বিশেষ করে মাদক ও কিশোর গ্যাং সমাজের এক অবক্ষয়ের নাম। এ বিষয়ে আপনারা তথা জনসাধারন আমাদেরকে তথ্য দিয়ে সহযোগীতা করলে আমারা তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহনের চেষ্টা করবো। এ ভাবেই আমরা সমাজ থেকে সকল অন্যায়-অনিয়ম দূর করার চেষ্টা করতে পারি।
উল্লেখ্য, গত ৭ আগষ্ট রবিবার এক অফিস আদেশে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগে নতুন উপ-পুলিশ কমিশনার হিসেবে জাফর হেসেনকে পদায়ন করা হয়। এর আগে তিনি ডিএমপির প্রসিকিউশন বিভাগে ডিসির দায়িত্ব পালন করছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ¯œাতকোত্তর সম্পন্ন করা জাফর হোসেন বিসিএস ২৪তম ব্যাচের কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইন্টারন্যাশনাল রিলেশনস রিপোর্টার্স ফোরামের শ্রদ্ধা

লালবাগে ডিসি জাফরের সাথে সৌজন্য সাক্ষাতে ‘মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড’

আপডেট টাইম : ০৬:২৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিনিধি

মঙ্গলবার (২৩ আগষ্ট) দুপুরে ‘মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড’ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি পল্টন দাসের নেতৃত্বে সংগঠনের ১১ সদস্যের একটি দল রাজধানীর লালবাগ বিভাগে সদ্য পদায়নকৃত উপ-পুলিশ কমিশনার (ডিসি) জাফর হোসেনের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড নেতৃবৃন্দ নতুন ডিসি জাফর হোসেনকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের উপদেষ্টা আবেদ আলী জুয়েল, সহ-সভাপতি হাজী মো. আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সমাজ কল্যাণ সম্পাদক আবুল হোসেন মন্টু, কোষাধ্যক্ষ মো. আমীর হোসেন, লালবাগ থানা সাবেক সভাপতি মো. সিরাজ সরদার, হাজারীবাগ থানা সভাপতি সামছুদ্দিন রতন, সাধারন সম্পাদক ঝর্ণা বেগম, কামরাঙ্গীরচর থানা সভাপতি আব্দুল আওয়াল রুবেল এবং সাধারন সম্পাদক মো. সোহেল হোসেন।

বিভিন্ন দেশের গণপরিবহনের সঙ্গে তাল মিলিয়ে গত ১৬ আগষ্ট, মঙ্গলবার ঢাকায় এই প্রথম পুলিশের লালবাগ বিভাগের উদ্দ্যোগে বিকাশ পরিবহন ও মেট্রো সার্ভিস লিমিটেড বাসের চালক ও সহকারীদের ইউনিফর্ম পরিধান কার্যক্রমের উদ্বোধন করা হয়। ঐ সময় ডিসি জাফর হেসেন বলেছিলেন, ‘সারাদেশে পরিবহন শ্রমিকদের হাতে অনাকাঙ্খিত ঘটনা ঘটছে। বিশেষ করে বাসের নারী যাত্রীদের সাথে অসদাচরণ হয়ে থাকে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে বাসের মধ্যে ধর্ষণ ও শারীরিক হেনস্তাসহ অশালীন আচরনের ঘটনা ঘটছে। কিছুদিন আগে ইডেন কলেজের এক ছাত্রীর সাথে এ ধরনের ঘটনা ঘটে। বাস শ্রমিকদের পরনে ইউনিফর্ম থাকলে চালকের নাম, নম্বর ও কোন পরিবহনের চালক বা সহকারী সেটা যাত্রীরা দেখতে পারবেন। তখন কোনো ধরনের আইন বহির্ভূত কাজ করতে গেলে ধরা পড়ে যাবে, এই ভয় থেকে অনেকেই অপরাধ থেকে দূরে থাকবেন।’
বিষয়টি উল্লেখ করে আগামীতে জনস্বার্থে আর কি কি ধরনের পদক্ষেপ গ্রহন করা হবে বলে মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড নেতৃবৃন্দের পক্ষ থেকে জানতে চাওয়া হলে ডিসি জাফর হেসেন বলেন, ‘যেখানে যে সমস্যা রয়েছে বা যেখানে যা ভালো কিছু করা যায়, শুধু সমস্যা নিয়েই নয়, মানুষের কল্যাণে বা সচেতনতা বৃদ্ধির জন্য বা সেবাধর্মী যে কাজগুলো রয়েছে, সেগুলো জনগণকে সাথে নিয়ে তাদের ধারনার সাথে আমাদের ধারনা মিলিয়ে সমাজের জন্য যা কিছু ভালো, সেগুলো করার জন্য আমরা সকলকে সাথে নিয়ে যৌথভাবে কাজ করবো।’ বিশেষ করে মাদক ও কিশোর গ্যাং সমাজের এক অবক্ষয়ের নাম। এ বিষয়ে আপনারা তথা জনসাধারন আমাদেরকে তথ্য দিয়ে সহযোগীতা করলে আমারা তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহনের চেষ্টা করবো। এ ভাবেই আমরা সমাজ থেকে সকল অন্যায়-অনিয়ম দূর করার চেষ্টা করতে পারি।
উল্লেখ্য, গত ৭ আগষ্ট রবিবার এক অফিস আদেশে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগে নতুন উপ-পুলিশ কমিশনার হিসেবে জাফর হেসেনকে পদায়ন করা হয়। এর আগে তিনি ডিএমপির প্রসিকিউশন বিভাগে ডিসির দায়িত্ব পালন করছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ¯œাতকোত্তর সম্পন্ন করা জাফর হোসেন বিসিএস ২৪তম ব্যাচের কর্মকর্তা।