নিজস্ব প্রতিবেদক
রাজধানীর দক্ষিনখান থানার ফায়দাবাদ এলাকার সোহানা আক্তার নামে ৯ বৎসরের মেয়েকে গত ২৮/০১/২০২২ ইং সকাল আনুমানিক ৭ ঘটিকার সময় সুনসান পরিবেশের সুযোগে মৃত: নাজির আহম্মেদ ও মাতা- মৃত: ফাতেমা বেগমের ছেলে মোঃ আবদুল হালিম (৪৮), ৯ বৎসর বয়সি অবুঝ মেয়ে সোহানা আক্তারকে ঘরের দরজা বন্ধ জোরপূর্বক ধর্ষণের চেষ্টায় মোঃ আবদুল হালিমের বিরুদ্ধে দক্ষিনখান থানায় মামলা হয়েছে।
সুত্র মতে যানা যায়, ধর্ষক মোঃ আব্দুল হালিম এর গ্রামের বাড়ি জেলা: কক্সবাজার থানা + পোষ্ট+ গ্রাম : চকরিয়া তার বর্তমান ঠিকানা ঃ ২৫৯, ফায়দাবাদ মধ্যপাড়া, ওমর আলীল বাড়ী, থানা দক্ষিনখান, ঢাকা। গত ২৮/০১/২০২২ তারিখ ৯ বৎসরের সোহানা আক্তার এর মা সূজিয়া ও তার ভাইয়েরা সকাল ৬ ঘটিকার সময় বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হওয়ার পর সকাল আনুমানিক ০৭ ঘটিকার সময় ধর্ষক মোঃ আবদুল হালিম (৪৮) ঘরে ঢুকে দরজা ভিতর থেকে বন্ধ করে জোরপূর্বক মুখ চেপে ধরে সোহানার পরনের পায়জামা খুলে রুমের মেঝেতে শোয়াইয়া জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় সোহানা ভয়ে আতঙ্কে ডাক চিৎকার করলে আশে পাশের ভাড়াটিয়া লোকজন দৌড়ে আসে। লোকজনের উপস্থিতির কারনে মোঃ আবদুল হালিম স্থান ত্যাগ করে এবং অল্প সময়ের মধ্যে ফায়দাবাদ এলাকায় খবরটি ছড়িয়ে পড়লে এলাকার একজন রংগন সচেতন নাগরিক ফাউন্ডেশন এর অফিসে ঘটনাটি জানান, তাৎখনিক রংগন সচেতন নাগরিক ফাউন্ডেশনের সভানেত্রী সাংবাদিক শিমুলী আক্তার নীলু তার সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত নির্যাতিতা ৯ বৎসরের মেয়ে সোহানা ও তার মা সুজিয়াকে নিরাপত্তার জন্য ফাউন্ডেশনের অফিসে আশ্রয় দেন এবং স্থানীয় জনপ্রতিনিধি ৪৭ নং ওয়ার্ড কমিশনার জনাব মোঃ মোতালেব মিয়াকে বিষয়টি জানান এবং স্থানীয় থানায় অবহিত করেন। এর মধ্যে ধর্ষক মোঃ আবদুল হালিম এলাকার কতিপয় কুচক্রি মহলের সহযোগিতায় পালিয়ে যান। এ ঘটনায় তার স্ত্রী ও সন্তান এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ও লজ্জায় তারা ঘর থেকে বের হতে পারছেনা বলে জানান। এই পরিস্থিতিতে ৯ বৎসরের বাচ্চার সাথে পশূ সুলভ আচারনের জন্য ফায়দাবাদ এলাকার জনগন মোঃ আবদুল হালিমের কঠিন শাস্তির দাবি করেন। রংগন সচেতন নাগরিক ফাউন্ডেশনের অনুসন্ধানে বের হয়ে আসে আসল রহস্য। ৯ বৎসরের এই সোহানার পরিবার অত্যন্ত হত-দরিদ্্র ও অসহায় সোহানার মা সুজিয়া বেগম এলাকায় দিন মজুরের কাজ করে।
এ বিষয়ে সোহানার মা সূজিয়া বেগম জানান, গত ২৮/০১/২০২২ তারিখ সকার ৬ ঘটিকার সময় সে এবং তার এই লেবাজধারী নরপশু স্বভাবি হালিমের বাসাও পাশাপাশি। তিনি আরো বলেন প্রায়ই মোঃ আব্দুল হালিম খালি ঘরে এসে দশ টাকার, চকলেটের লোভ দেখিয়ে তার উপর পাশবিক নির্যাতন চালায়, কিন্তু সোহানা ভয়ে কাউকে কখনো কিছু বলেনি। কিন্তু গত ২৮/০১/২০২২ তারিখ সকালে নির্যাতনের ঘটনাটি সোহানোর সহ্যের বাহিরে চলে যায়। তখন সোহানা ব্যথায় চিৎকার চেচামেচি করার কারনে ঘটনাটি জানা জানি হয়ে যায়। অতপর হালিমের এই নৃশংস্ব কর্মকান্ডে সোহানার পরিবার ভীত সন্ত্রস্থ হওয়ায় তাদের বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে এলাকার কিছু অসাধূ প্রকৃতির লোভী দালালরা মাত্র ১০ হাজার টাকার বিনিময়ে সোহানার ঘটনাটি ধামাচাপা দিতে অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়ে কুৎসা রটনাতে ব্যস্থ হয়ে পড়ে। তখন আমি রংগন সচেতন নাগরিক ফাউন্ডেশনের সভানেত্রীকে আমার মেয়ের সাথে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে জানালে তিনি তাদের সংগঠনের কর্মকর্তাদের সহযোগিতায় সোহানাকে থানায় নিয়ে আইনের আশ্রয়ে যাওয়ায় এলাকার সকল কুচক্রী মহলের জল্পনা কল্পনা নস্যাৎ হয়ে যায়। তাৎখনিক দক্ষিনখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাটি শুণে সাথে সাথে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনারকে বিষয়টি জানালে তিনি রংগন সচেতন নাগরিক ফাউন্ডেশনের সভানেত্রী শিমুলী আক্তার নীলুকে ধন্যবাদ জানিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মুহাম্মদ মামুনুর রহমান সাহেবকে মামলাটি গ্রহন করতে নির্দেশ দেন। সাথে সাথে দক্ষিনখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজ উদ্যেগে সু-পরিকল্পিত ভাবে অপরাধি মোঃ আব্দুল হালিমকে গ্রেফতার করতে সক্ষম হন, এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা হিসেবে রুজু করেন। মামলা নং-০৩, তারিখ: ০১/০২/২২ ইং, ধারা-৯(৪)-(খ), এবং সোহানার মামলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন ও সোহানার পরিবারের নিরাপত্তার ব্যাবস্থা নিশ্চিত করেন। সংবাদটি প্রচারের পূর্ব মুহুর্ত পর্যন্ত মামলাটি তদন্তাধিন ।
সমাজের নিপিড়িত নির্যাতিত হতদরিদ্র অসহায় মানুষের পাসে আইনি সহায়তা দেওয়ার লোকের বড় অভাব, তাই মহান আল্লাহর তরফ থেকে কেউ না কেউ অসহায়ের পাসে থাকবে এটাই স্বাভাবিক। উক্ত ঘটনায় স্থানীয় প্রতিনিধি সুশিল সমাজ, প্রসাশন সকলে রংগন সচেতন নাগরিক ফাউন্ডেশনকে সাধুবাদ জানায়।দ্বায়িত্ব নিয়ে সোহানার পরিবারের পাসে আইনি সহায়তা সহ কঠোর প্রতিবাদ করার জন্য। রংগন সচেতন নাগরিক ফাউন্ডেশনের সভানেত্রী স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজকে ধন্যবাদ জানান। এমন ঘটনায় সাথে থাকার জন্য এবং সাথে হালিমের মত এমন ঘৃন্য কাজ যারা করে তাদের প্রতি ঘৃণা পোষন করে।
সংবাদ শিরোনাম :
৯ বৎসরের সোহানাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা ধর্ষক হালিমের বিরুদ্ধে থানায় মামলা
- দৈনিক আলোর জগত ডেস্ক :
- আপডেট টাইম : ১০:৫৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
- ১৪৯ বার পড়া হয়েছে
Tag :