হিজলা প্রতিনিধি
বরিশালের হিজলা উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের বিশর গ্রামে ছাগলে বীজতলা খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রপের মাঝে সংর্ঘষ।এতে উভয় গ্রপের ৮ জন আহত হয়।আহতরা হলেন কাঞ্চন রাড়ী(৬৫) রাসেল রাড়ী (৩২),ইউসুফ রাড়ী(৪৫) মিলন মোল্লা(মিলা ৬৫) মহিউদ্দিন মোল্লা(৪০) ।আহতরা হিজলা স্বাস্থ্যেকমপ্লেক্সে সহ বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছে।এদের মধ্যে গুরুতর আহত কাঞ্চন রাড়ি (৬৫) বরিশাল সেরে বাংলা মেডিকেল হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।এ ঘটনায় নিহত পরিবারের পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানাযায়।এ ব্যাপারে সরোজমিনে গেলে দুই পরিবারের কোনো সদস্যকে বাড়িতে পাওয়া যায়নি।তখন স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন দফাদার জানান ২৭ শে জানুয়ারী বুধবার সকাল অনুমানিক ১১ টার সময় কাঞ্চন রাড়ির ভাতিজা সেলিম রাড়ীর ছাগলে আবুল মোল্লার বীজতলা খায়।এ নিয়ে মোল্লা পরিবার ও রাড়ি পরিবারের মাঝে বাকবিতন্ডার সৃষ্টি হয়।এ পর্যায়ে উভয় পরিবারের মাঝে রক্তক্ষয়ী সংর্ঘষ হয়।হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া বলেন সংর্ঘষে ১ জন নিহত হওয়ার সংবাদ পেয়েছি।নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।