হিজলা প্রতিনিধি
বরিশালের হিজলা উপজেলায় এক দৃষ্টি প্রতিবন্ধী ভিক্ষুকের বসতঘর আগুনে পুড়ে চাই হয়ে গেছে।এ ঘটনায় সরোজমিনে গিয়ে দেখা যায় উপজেলার বরজালিয়া ইউনিয়নের বরজালিয়া গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী ভিক্ষুক আবুল হোসেন বেপারীর(৭০) বসতঘরটি গভীর রাতে বুধবার দিবাগত গভীর রাত অনুমানিক ১ টার সময় আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে।এ ব্যাপারে দৃষ্টি প্রতিবন্ধী আবুল বেপারীর সাথে আলাপকালে তিনি কান্না কন্ঠে বলেন গত ২৩ শে জানুয়ারী স্ত্রী বাধক্যজনিত কারনে মারা যায়।সেই শোক না কাটতেই আমার ঘরটি গতকাল রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।ঘর পুড়ে যাওয়ায় আমার এতিম সন্তাদের কে নিয়ে মাথা খোজার ঠাই নেই।এ ব্যাপারে ভিক্ষুক আবুল হোসেনের ছেলে সাইফুল জানায় আমার মায়ের কুলখানী উপলক্ষে আমরা সকলে নানা বাড়ি ছিলাম।রাত ১ টার সময় সংবাদ পাই আমাদের বসতঘর আগুন লাগছে।এই সংবাদ পেয়ে বাড়িতে এসে দেখি ঘরটি পুড়ে গেছে।হিজলা থানা ফায়ার সার্ভিস কর্মকর্তা বঙ্কিম চন্দ্র হালদার বলেন আমরা বসতঘরে আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থানে গিয়ে ১ ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই।হিজলা উপজেলা সদর বরজালিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ এনায়েত হোসেন হাওলাদার জানায় ঘটনাটি খুবই দুঃখজনক।অগ্নিকান্ডের সংবাদ পেয়ে আমি ঘটনাস্থানে গিয়েছি।এবং ক্ষতি ভিক্ষুক আবুল হোসেন কে বাসস্থানের জন্য ২ ব্যান্ডিল ঢেউটিন দেওয়ার ব্যবস্থা করেছি।এছাড়া সরকারী ভাবে সাহায্য দেওয়ার ব্যবস্থা করবো।এ ব্যাপারে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি সাহায্যর জন্য আবেদন করলে আমি পরিবারটিকে সরকারী ভাবে সহযোগিতা করবো।