ঢাকা ০৪:২১ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

বিশেষ কম্বিং অপারেশন- 2022

 মোঃ সোহেল মাতুব্বর (পটুয়াখালী)
বিগত বছরগুলোর ধারাবাহিকতায় দেশের মৎস্য সম্পদের প্রাচুর্যতা গ্রহণের নিমিত্তে বিশ্বের কাছে বাংলাদেশের “মাছে ভাতে বাঙালি “উক্তিটির সত্যতা প্রমাণার্থে 27 ডিসেম্বর 2021 তারিখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (ডঃ মুহাম্মদ ইয়ামিন)সভাপতিত্বে গৃহীত হয় “বিশেষ কম্বিং অপারেশন 2022 “।উপকূলীয় এলাকাসহ দেশের অন্যান্য নদ- নদীতে মৎস্য সম্পদ রক্ষার্থে 30 শে ডিসেম্বর 2021 তারিখ হতে 20 ফেব্রুয়ারি2022পর্যন্ত মোট 30 দিন, এ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।মৎস্যসম্পদ ধ্বংসকারী অবৈধ জাল  যেমনঃ বেহেন্দি জাল, টং  জাল,  পাই  জাল, চট জাল, মশারির জাল, কারেন্ট জাল ব্যবহার বন্ধে সমস্ত জেলা  এবং জেলার আওতাধীন উপজেলাসমূহে প্রথম ধাপঃ(30 শে ডিসেম্বর থেকে 5 জানুয়ারি 2022), দ্বিতীয় ধাপঃ(14জানুয়ারি থেকে 21 জানুয়ারি, 2022), তৃতীয় ধাপঃ( 28 জানুয়ারি থেকে 3  ফেব্রুয়ারি 2022),চতুর্থ ধাপঃ (13 ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি, 2০22)পর্যায়ক্রমিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে মৎস্য অধিদপ্তর, জেলা /উপজেলা প্রশাসন, পুলিশ, বাংলাদেশ নৌ বাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড, নৌ পুলিশ এবং রেব যৌথভাবে” বিশেষ কম্বিং অপারেশন 2022″ পরিচালনা করবেন। এক্ষেত্রে জনসচেতনতা মূলক কার্যক্রম, অপারেশন পরিকল্পনা প্রণয়ন নিমিত্ত সভা, প্রচার -প্রচারণা জেলা-উপজেলায় ব্যাপকভাবে তৎপরতার সহিত গ্রহন করা হচ্ছে। পটুয়াখালী মৎস্য সম্পদ অফিসের প্রধান কর্মকর্তা জানান উপকূলীয় সর্বস্তরের নদীতে অভিযান চলাকালীন সময় মাছ ধরার নৌকা, ট্রলার কিংবা যে কোনো মাছধরার নৌযান  এবং অন্য যে কোন উপায়ে মা মাছ,  ঝাটকা মাছ কিংবা অন্যান্য মাছ ধরা বন্ধের অভিযান সফল করার জন্য মাইকিং লিফলেট ব্যানার এবং সভার আয়োজন করা হয়েছে।  এই আমাবস্যা এবং পূর্নিমা তিথির সময় পর্যায়ক্রমিক ধাপগুলোতে নদীতে  জাল না ফেলে  আইনের প্রতি সমর্থিত হই এবং অবৈধ ভাবে মাছ ধরার জাল ফেললে স্থানীয় প্রশাসনকে অবহিত করি।
Tag :
আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

বিশেষ কম্বিং অপারেশন- 2022

আপডেট টাইম : ০৬:০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
 মোঃ সোহেল মাতুব্বর (পটুয়াখালী)
বিগত বছরগুলোর ধারাবাহিকতায় দেশের মৎস্য সম্পদের প্রাচুর্যতা গ্রহণের নিমিত্তে বিশ্বের কাছে বাংলাদেশের “মাছে ভাতে বাঙালি “উক্তিটির সত্যতা প্রমাণার্থে 27 ডিসেম্বর 2021 তারিখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (ডঃ মুহাম্মদ ইয়ামিন)সভাপতিত্বে গৃহীত হয় “বিশেষ কম্বিং অপারেশন 2022 “।উপকূলীয় এলাকাসহ দেশের অন্যান্য নদ- নদীতে মৎস্য সম্পদ রক্ষার্থে 30 শে ডিসেম্বর 2021 তারিখ হতে 20 ফেব্রুয়ারি2022পর্যন্ত মোট 30 দিন, এ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।মৎস্যসম্পদ ধ্বংসকারী অবৈধ জাল  যেমনঃ বেহেন্দি জাল, টং  জাল,  পাই  জাল, চট জাল, মশারির জাল, কারেন্ট জাল ব্যবহার বন্ধে সমস্ত জেলা  এবং জেলার আওতাধীন উপজেলাসমূহে প্রথম ধাপঃ(30 শে ডিসেম্বর থেকে 5 জানুয়ারি 2022), দ্বিতীয় ধাপঃ(14জানুয়ারি থেকে 21 জানুয়ারি, 2022), তৃতীয় ধাপঃ( 28 জানুয়ারি থেকে 3  ফেব্রুয়ারি 2022),চতুর্থ ধাপঃ (13 ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি, 2০22)পর্যায়ক্রমিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে মৎস্য অধিদপ্তর, জেলা /উপজেলা প্রশাসন, পুলিশ, বাংলাদেশ নৌ বাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড, নৌ পুলিশ এবং রেব যৌথভাবে” বিশেষ কম্বিং অপারেশন 2022″ পরিচালনা করবেন। এক্ষেত্রে জনসচেতনতা মূলক কার্যক্রম, অপারেশন পরিকল্পনা প্রণয়ন নিমিত্ত সভা, প্রচার -প্রচারণা জেলা-উপজেলায় ব্যাপকভাবে তৎপরতার সহিত গ্রহন করা হচ্ছে। পটুয়াখালী মৎস্য সম্পদ অফিসের প্রধান কর্মকর্তা জানান উপকূলীয় সর্বস্তরের নদীতে অভিযান চলাকালীন সময় মাছ ধরার নৌকা, ট্রলার কিংবা যে কোনো মাছধরার নৌযান  এবং অন্য যে কোন উপায়ে মা মাছ,  ঝাটকা মাছ কিংবা অন্যান্য মাছ ধরা বন্ধের অভিযান সফল করার জন্য মাইকিং লিফলেট ব্যানার এবং সভার আয়োজন করা হয়েছে।  এই আমাবস্যা এবং পূর্নিমা তিথির সময় পর্যায়ক্রমিক ধাপগুলোতে নদীতে  জাল না ফেলে  আইনের প্রতি সমর্থিত হই এবং অবৈধ ভাবে মাছ ধরার জাল ফেললে স্থানীয় প্রশাসনকে অবহিত করি।