হিজলা প্রতিনিধি
বরিশালের হিজলায় জমি সংক্রান্ত র্পূব শত্রতার জেড় ধরে বিভিন্ন প্রজাতির ছোট ছোট বনায়ন করা রেন্ট্রি মেহেরগনি সুপারী গাছ প্রতিপক্ষ কর্তন করার অভিযোগ ওঠছে।জানা যায় উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নে উত্তর গুয়াবাড়িয়া গ্রামের নুর ইসলাম সরদারের স্ত্রী সাহানাজ বেগমের প্রায় শতাধিক রোপন করা চারা গাছ ৩ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যার সময় প্রতিপক্ষরা কেটে ফেলে।
এ ঘটনায় সাহানাজ বেগমের ছোট বোন হোসনেয়ারা বেগম জানায় আমার বোন চিকিৎসার জন্য ঢাকায় গিয়েছে।এই সুযোগে মৃত গনি মীরার ছেলে সুমন মীরা ও সেলিনা বেগম সহ ৫/৬ জন মিলে বেড়া ভেঙ্গে বিভিন্ন প্রজাতির গাছগুলো কেটে ফেলে।আমি বাধা দিতে চাইলে আমাকে বিভিন্ন ভয়ভীতি দেখায়।ঘটনাটি আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান কে জানিয়েছি।
মৃত গনি মীরার ছেলে জুলহাস জানায় ঐ জমি নিয়ে র্দীঘদিন বিরোধ চলে আসছে।তবে গতকাল চাচাত বোনের কাছে শুনেছি আমার ছোট ভাই সুমন সহ কয়েকজন মিলে গাছগুগো কেটে ফেলছে।
মৃত গনি মীরার ছেলে সুমন মীরা জানায় এই জমি নিয়ে আমাদের সাথে বিরোধ চলে আসছে।আমি ঢাকায় থাকাকালীন তারা এ জমিতে চারা রোপন করে।তাই আমি এগুলো কেটে ফেলছি।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন ঢালী বলেন আমি বিষয়টি শুনেছি।তাদেরকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাছে যাওয়ার পরার্মশ দিয়েছি।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া জানায় এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।