বইতে শুরু করেছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়ন পরিষদ নির্বাচনের হাওয়া। চায়ের দোকার, হাট-বাজারে জমে উঠেছে সাধারণ ভোটারদের চায়ের আড্ডা। প্রায় প্রতিদিনই এলাকার সম্ভাব্য প্রার্থীরা সভা সমাবেশ, উঠান বৈঠক করছেন। নানান আশ্বাস আর প্রতিশ্রুতি দিয়ে ছুটছেন সাধারণ ভোটারদের কাছে।বিভিন্ন সূত্রে জানা গেছে, নড়িয়া উপজেলার ১৪ টি ইউনিয়নে সম্ভাব্য নতুন পুরাতন চেয়ারম্যান প্রার্থীরা ভোটারদের কাছে ছুটছেন। এর মধ্যে উপজেলার চামটা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আবুল কাশেম বাচ্চু হাওলাদার এলাকায় নিয়মিত ভোটারদের কাছে ছুটছেন। দিচ্ছেন নানান ধরনের আশ্বাস ও প্রতিশ্রুতি। এর মধ্যে তিনি উঠান বৈঠক ও সভা সমাবেশ করেছেন।সাবেক এই চেয়ারম্যান ভদ্র এবং ভালো হওয়ায় ভোটারদের কাছ থেকেও ভালো সাড়া পাচ্ছেন। বিভিন্ন সভা সমাবেশে করে সাধারণ ভোটারদের দৃষ্টি আর্কষণের চেষ্টা করছেন।আলহাজ্ব আবুল কাশেম বাচ্চু হাওলাদারের বিষয়ে নড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও নড়িয়া উপজেলা আওয়ামিলীগের সদস্য মোঃ খোকন মল্লিক বলেন,আলহাজ্ব মোঃ আবুল কাশেম বাচ্চু হাওলাদারের মতো চেয়ারম্যান প্রার্থী কে সাধারণ মানুষ স্বাগত জানাবে। রামভদ্রপুর রেবতী মোহন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এফএম সেকান্দার আলী বলেন, ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে এমন ব্যক্তিকে চাই যার মধ্যে স্বজনপ্রীতি, ঘুষ-দুর্নীতি, অনিয়ম নেই।চামটা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন খান বলেন, ইউনিয়নে একাধিক প্রার্থী থাকার কারণে প্রার্থী যাচাই করা কঠিন হবে।তবে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবুল কাশেম বাচ্চু হাওলাদার চরিত্র, দান,খয়রাত,মানুষের সাথে ব্যবহারে সবার থেকে আলাদা।চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আবুল কাশেম বাচ্চু হাওলাদার বলেন, আমি যখন চেয়ারম্যান ছিলাম তখন আমি এ চামটা ইউনিয়নে ৪০ টি ব্রীজ করেছি ইনশাআল্লাহ, সেই ব্রীজ গুলো এখনো রয়েছে, ইনশাআল্লাহ আমাকে আপনারা যদি এবার আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে নির্বাচিত করেন তবে আপনাদের জন্য মৃত্যুর আগের দিন পর্যন্ত কাজ করে যাবো। আমি হতদরিদ্র, গরীব ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। তিনি আরো বলেন, আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের হাত থেকে জয়ের মালা পাবো বলে শতভাগ আশাবাদী।সবাই আমার জন্য দোয়া করবেন।
সংবাদ শিরোনাম :
গরীব অসহায় মানুষের সেবা করার জন্য চেয়ারম্যান প্রার্থী হয়েছি, আলহাজ্ব আবুল কাশেম বাচ্চু হাওলাদার
- দৈনিক আলোর জগত ডেস্ক :
- আপডেট টাইম : ০৪:৩৫:১১ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
- ১৩৭ বার পড়া হয়েছে
Tag :