নুরে আলম হাওলাদার
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভূমখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভূমখাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে মো: জসিম ঢালীর উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ভূমখাড়া ইউনিয়নের চাকধ গ্রামের পাটিয়াল বাড়ি এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে মেম্বার প্রার্থী মোঃ জসিম ঢালীর ১ নং ওয়ার্ডের প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ ভোটারেরা উপস্থিত ছিলেন। মো: আলি হোসেন সরদারের সভাপতিত্বে এবং মোঃ আরিফ ছৈয়ালের সঞ্চালনায় বক্তব্য রাখেন মেম্বার প্রার্থী মো: জসিম ঢালী,১ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি আব্দুর রব ঢালী,সাধারন সম্পাদক মোঃ জলিল দেওয়ান, সহ-সভাপতি মোঃ নিজাম ছৈয়াল, ডাঃ মোঃ শওকত আলী,মোঃ নুরে আলম মাঝী, মোঃ মানিক সরদার,মোঃ জাহাঙ্গীর মুন্সী, সিমা আক্তার সহ ওয়ার্ড আওয়ামী লীগের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে সবাই একমত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এবার মেম্বার প্রার্থী মো: জসিম ঢালী কে নির্বাচিত করতে হবে। তিনি নির্বাচিত হলে অবহেলিত মানুষের উন্নয়ন হবে। আমরা ত্রাণ চাইনা, আমরা চাই আমাদের এলাকার উন্নয়ন। দোয়া ও সমর্থন কামনা করে মেম্বার প্রার্থী মো: জসিম ঢালী বলেন, ‘আমি আপনাদেরই সন্তান। অবহেলিত এই এলাকার উন্নয়নের জন্য দল, মত নির্বিশেষে আসন্ন নির্বাচনে আমাকে আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করার দাবি জানাচ্ছি।
আপনাদের সেবা করার জন্য আমি গত ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলাম।যেটা শুধু আপনাদের ভোট ভালোবাসা এবং দোয়া ছাড়া হতে পারিনি।এবং বিজয়ী হওয়ার পরে আপনাদের নিয়েই এলাকার উন্নয়নে কাজ করেছি।তবে কতটুকু করতে পেড়েছি জানিনা, তাই এবারও আমি মেম্বার নির্বাচিত হলে এলাকায় ব্যাপক উন্নয়ন করবো ইনশাআল্লাহ।’
উঠান বৈঠকে উপস্থিত ভোটারেরা আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী মো: জসিম ঢালী কে ভোট ও তাঁর পক্ষে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার করেন। জনসভা শেষে মোঃ জসিম ঢালী উপস্থিত ছোট-বড় সকলের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে সহযোগীতা কামনা করেন।