নুরে আলম হাওলাদার
নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণা শুরু করেছেন সম্ভাব্য পদের প্রার্থী’রা।তারই ধারাবাহিকতায় নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে সকল শ্রেণীর মানুষের সাথে কুশল বিনিময় করছেন ১ নং ওয়ার্ডের দুুই দুুইবারের সফল মেম্বার, বিশিষ্ট সমাজ সেবক, ১ নং ওয়ার্ডের সুুরেশ্বর গ্রামের মরহুম রহিম বক্স মৃৃধা সুযোগ্য সন্তান, গরীব দুখি মেহনতি মানুষের বন্ধু, জননেতা জনাব মোঃ আঃ আজিজ মৃৃধা জনাব মোঃ আঃ আজিজ মৃধা, তার নির্বাচনী এলাকা ১ নং ওয়ার্ডবাসীর উদ্দেশ্য বলেন , ১ নং ওয়ার্ডকে একটি সন্ত্রাস, মাদকমুক্ত আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তোলার জন্য একজন উন্নয়নের পক্ষে কাজ করার মানুষ প্রয়োজন । আমাকে যদি আপনারা যোগ্য্ মনে করেন, তবে আপনাদের দোয়া ভালোবাসা ও সসমর্থন চাই । এদিকে, বিভিন্ন বয়সী ভোটাররা নির্বাচন নিয়ে পাড়া মহল্লা ও হাটবাজারে ব্যাপক আলোচনা শুরু করেছেন । যোগ্য প্রার্থীদের পাশে চান সাধারণ ভোটাররা । ঘড়িষার ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মধ্যে বেশির ভাগ মানুষের কাছে মোঃ আঃ আজিজ মৃধা খুবই প্রিয় একটি মানুষ ।অনেকেই মনে করেন, জনাব মোঃ আঃ আজিজ মৃৃধা ১ নং ওয়ার্ডের মেম্বার হলে ব্যাপক উন্নয়ন হবে । কারণ তিনি এর আগেও দুুই দুুইবার মেম্বর হয়ে মানুষের বিপদে আপদে সবসময় পাশে দাঁড়িয়েছেন । অসহায় অবহেলিত মানুষকে সাধ্যমত সাহায্য সহযোগীতা করেছেন । আবারও তার মতো সৎ মানুষ মেম্বার হলে অবশ্যই এলাকার আরও উন্নয়ন হবে এতে কোন সন্দেহ নেই । তাই আমরা ১ নং ওয়ার্ডবাসী সবাই মেম্বার হিসাবে জনাব মোঃ আঃ আজিজ মৃৃধাকে দেখতে চাই ।