ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

মেম্বার পদপ্রার্থী নিরব গোলদার সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন

নুরে আলম হাওলাদার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নড়িয়া উপজেলার ঘড়িষার  ইউনিয়নের  ৪ নং ওয়ার্ড হালইসার গ্রামের মেম্বার পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তরুণের প্রতীক  নিরব  গোলদার ঘড়িষার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মাঝে চলছে জোর প্রচারণা।তারই ধারাবাহিকতায় ইউপি সদস্য পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন তারুণ্যের উদ্যমে উদ্দীপ্ত

নিরব গোলদার।

৪ নং ওয়ার্ডের সাধারণ মানুষের কাছে নিরব গোলদার অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে সু-পরিচিতি লাভ করেছেন এবং একজন উদীয়মান যুবক রাজনীতিবিদ হিসেবেও। দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ  মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক জননেতা একেএম এনামুল হক শামীম এমপি মহোদয়ের আস্থাভাজন নিরব গোলদার, সভাপতি শেখ রাসেল জাতীয় শিশুু কিশোর পরিষোদ ঘড়িষার ইউনিয়ন । সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন সাধারণ মানুষের । মহামারী করােনায় ছিলেন সাধারণ মানুষের সাথে । করােনার এই মহা দুর্যোগেও তিনি শুরু থেকে তিনি তার সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযােগিতা করে গেছেন । তিনি এলাকায় মসজিদ ও মাদ্রাসায় নিজের সাধ্য অনুযায়ী আর্থিকভাবেও সাহায্য ও সহযোগিতা করে আসতেছেন। তিনি এলাকার অনেক মসজিদ ও মাদ্রাসার সাহয্যের  হাতবারিয়ে থাকেন, ৪ নং ওয়ার্ডের স্থানীয় জনসাধারণের সাথে কথা বললে তারা জানান নিরব গোলদার ঘড়িষার ইউনিয়ন আওয়ামী যুবলীগ ভবিষ্যৎ কান্ডারি আপনার মত মানুষের জনপতিনিধি হওয়া দরকার আপনী নিরহংকার মানুষ ৪ নং ওয়াডের মানুষ আপনাকে মনে প্রানে চায় আমরা যানি আপনী জনগনের সেবায় সেবক হিসেবে কাজ করেন ভবিষ্যৎতে ও করবেন, তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন । রাত – দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই । আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে যুবক সমাজসেবক নিরব গোলদার কে মেম্বার হিসেবে দেখতে চাই।নিরব গোলদার একজন শিক্ষিত যুবক সে বুঝবে সমাজের ন্যায় অন্যায়৷

মেম্বার পদপ্রার্থী নিরব গোলদার বলেন,আমাকে যদি জনগণ তাদের সেবা করার সুযােগ দেয়, তাহলে আমি নির্বাচিত হয়ে ৪ নং ওয়ার্ডকে একটি রােল মডেল ওয়ার্ড হিসেবে উপহার দিবাে এলাকাবাসীকে৷ মাদক ও চুরি থেকে এলাকার মানুষকে অভিশাপ মুক্ত করব ইনশাআল্লাহ৷আমার স্বপ্ন এলাকাবাসীর সেবা করা ও সুখে দুঃখে পাশে থাকা।যদি আপনারা আমাকে ভোট দিয়ে সুযোগদিন৷

Tag :
আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

মেম্বার পদপ্রার্থী নিরব গোলদার সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন

আপডেট টাইম : ০৮:৪৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
নুরে আলম হাওলাদার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নড়িয়া উপজেলার ঘড়িষার  ইউনিয়নের  ৪ নং ওয়ার্ড হালইসার গ্রামের মেম্বার পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তরুণের প্রতীক  নিরব  গোলদার ঘড়িষার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মাঝে চলছে জোর প্রচারণা।তারই ধারাবাহিকতায় ইউপি সদস্য পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন তারুণ্যের উদ্যমে উদ্দীপ্ত

নিরব গোলদার।

৪ নং ওয়ার্ডের সাধারণ মানুষের কাছে নিরব গোলদার অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে সু-পরিচিতি লাভ করেছেন এবং একজন উদীয়মান যুবক রাজনীতিবিদ হিসেবেও। দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ  মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক জননেতা একেএম এনামুল হক শামীম এমপি মহোদয়ের আস্থাভাজন নিরব গোলদার, সভাপতি শেখ রাসেল জাতীয় শিশুু কিশোর পরিষোদ ঘড়িষার ইউনিয়ন । সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন সাধারণ মানুষের । মহামারী করােনায় ছিলেন সাধারণ মানুষের সাথে । করােনার এই মহা দুর্যোগেও তিনি শুরু থেকে তিনি তার সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযােগিতা করে গেছেন । তিনি এলাকায় মসজিদ ও মাদ্রাসায় নিজের সাধ্য অনুযায়ী আর্থিকভাবেও সাহায্য ও সহযোগিতা করে আসতেছেন। তিনি এলাকার অনেক মসজিদ ও মাদ্রাসার সাহয্যের  হাতবারিয়ে থাকেন, ৪ নং ওয়ার্ডের স্থানীয় জনসাধারণের সাথে কথা বললে তারা জানান নিরব গোলদার ঘড়িষার ইউনিয়ন আওয়ামী যুবলীগ ভবিষ্যৎ কান্ডারি আপনার মত মানুষের জনপতিনিধি হওয়া দরকার আপনী নিরহংকার মানুষ ৪ নং ওয়াডের মানুষ আপনাকে মনে প্রানে চায় আমরা যানি আপনী জনগনের সেবায় সেবক হিসেবে কাজ করেন ভবিষ্যৎতে ও করবেন, তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন । রাত – দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই । আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে যুবক সমাজসেবক নিরব গোলদার কে মেম্বার হিসেবে দেখতে চাই।নিরব গোলদার একজন শিক্ষিত যুবক সে বুঝবে সমাজের ন্যায় অন্যায়৷

মেম্বার পদপ্রার্থী নিরব গোলদার বলেন,আমাকে যদি জনগণ তাদের সেবা করার সুযােগ দেয়, তাহলে আমি নির্বাচিত হয়ে ৪ নং ওয়ার্ডকে একটি রােল মডেল ওয়ার্ড হিসেবে উপহার দিবাে এলাকাবাসীকে৷ মাদক ও চুরি থেকে এলাকার মানুষকে অভিশাপ মুক্ত করব ইনশাআল্লাহ৷আমার স্বপ্ন এলাকাবাসীর সেবা করা ও সুখে দুঃখে পাশে থাকা।যদি আপনারা আমাকে ভোট দিয়ে সুযোগদিন৷