স্টাফ রিপোর্টার, মাদারীপুর
মাদারীপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী একটি ইজি বাইক ও বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের মুখমুখি সংঘর্ষ হলে ইজি বাইকের চালক সহ ৩জন গুরুতর আহত হয়। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয় সেনালী পরিবহন, একটি রিক্সা ও একটি দোকান।
শুক্রবার সকাল ৯.৪৫টায় এই মরমান্তিক ঘটনাটি ঘটনাটি ঘটে।
পরিদর্শন ও স্থানীয় সূত্র জানা যায়, নতুন বাসস্ট্যান্ড এলাকার বিপরীত পাশে অবস্থিত পেট্রোল পাম্প থেকে লুনা পরিবহন তেল নিয়ে বের হওয়ার সময় এ ঘটনাটি ঘটে।
জানা যায়, লুনা পরিবহনের ড্রাইভার পাম্প থেকে তেল নেয়ার পর হেলপার বিহীন পেছন গিয়ারে ৪ লেন রাস্তায় উঠতে গেলে পশ্চিম দিক থেকে আসা মালবাহী ট্রাকের সামনে পরে যায়। ট্রাকটি নিয়ন্ত্রন করতে না পেরে ইউটার্নে ঢুকিয়ে দিলে পূর্বদিক থেকে আসা যাত্রীবাহী ইজি বাইকের সাথে ভয়াবহ সংঘর্ষ হয়।
ইজিবাইকের চালক সহ ৩জন যাত্রী গুরুতর আহত হয়।
সাথে সাথে স্থানীয়রা মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। জানা যায়, মাথায় আঘাত পেয়ে একজনের অবস্থা আশংকাজনক।
ভয়াবহ এই দূর্ঘটনায় আরও ক্ষতির সম্মুখীন হয় মনির খানের দোকান ও একটি রিক্সা।
ট্রাকটি ইজিবাইকে ধাক্কা লাগার পর পাশে দাড়িয়ে থাকা সেনালী পরিবহনের সাথে সজোরে আঘাত হানে ফলে গাড়িটি কিছুটা সরে গিয়ে মনির স্টোরের শাটার ও গ্লাসে আঘাত হানলে সার্টার ও গ্লাস ভেঙ্গে যায়।
সেই সাথে রিক্সাটিও ক্ষতির সম্মুখীন হয়।
স্থানীয়দের দাবী মাদারীপুর নতুন বাসস্ট্যান্ড এলাকার এই জায়গাটা খুবই বিপদজনক। মাত্র কয়েকমাস আগেই আরও দুটি ভয়াবহ সড়ক দূর্ঘটনা এখানেই ঘটেছে। এতে ২জন প্রানও হারিয়েছেন।
তাই এইখানে দূর্ঘটনা এড়াতে জনহিতকর যে কোন পদক্ষেপ মাদারীপুর প্রশাসনের নেয়া দরকার বলে মনে করেন স্থানীয় সাধারন জনগন।