ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

ডাকাতির প্রস্তুতিকালে টঙ্গী পশ্চিম থানা কর্তৃক ০২ ( দুই) জন ডাকাত গ্রেফতার।

নাহিদা আক্তার পপি, বিশেষ প্রতিনিধি ক্রাইম
অদ্য ২৩/০৮/২০২১ তারিখ রাত অনুমান ০৩:১৫ ঘটিকার সময় টঙ্গী পশ্চিম থানাধীন  মৃত্তিবাড়ি  শ্মশান ঘাট এলাকায়  ডাকাত দলের ৭/৮ জন সদস্য ডাকাতির প্রস্তুতির জন্য  সমবেত হয়। গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাৎক্ষণিকভাবে ডাকাত দলের দুই জন সদস্য ১)মো: সজীব   ওরফে কেরান্সি সজীব(২৪)
পিতা :মোজাফফর হোসেন
গ্রাম : মিত্তিবাড়ি শ্মশান ঘাট
থানা :টঙ্গী পশ্চিম জিএমপি গাজীপুর।
২) মোঃ বাবু ওরফে বুক-কাটা বাবু(২৬)
পিতা :গিয়াস উদ্দিন
গ্রাম: মাক্কা হাটি
থানা ও জেলা :মুন্সিগঞ্জ
বর্তমানে : এরশাদ নগর
 থানা: টঙ্গী পূর্ব ,গাজীপুর’দ্বয়কে গ্রেপ্তার করা হয়।গ্রেফতারকালে আসামিদের দখল হইতে চাপাতি, ছোরা, হ্যাকসো ব্লেড, সেলাইলেন্স এবং হাতুড়ি উদ্ধার করা হয়।
আসামিদের নামে ছিনতাই, ডাকাতি এবং দস্যুতার  একাধিক মামলা বিজ্ঞ আদালতে  বিচারাধীন আছে।
এসংক্রান্তে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Tag :
আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

ডাকাতির প্রস্তুতিকালে টঙ্গী পশ্চিম থানা কর্তৃক ০২ ( দুই) জন ডাকাত গ্রেফতার।

আপডেট টাইম : ০৫:১০:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
নাহিদা আক্তার পপি, বিশেষ প্রতিনিধি ক্রাইম
অদ্য ২৩/০৮/২০২১ তারিখ রাত অনুমান ০৩:১৫ ঘটিকার সময় টঙ্গী পশ্চিম থানাধীন  মৃত্তিবাড়ি  শ্মশান ঘাট এলাকায়  ডাকাত দলের ৭/৮ জন সদস্য ডাকাতির প্রস্তুতির জন্য  সমবেত হয়। গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাৎক্ষণিকভাবে ডাকাত দলের দুই জন সদস্য ১)মো: সজীব   ওরফে কেরান্সি সজীব(২৪)
পিতা :মোজাফফর হোসেন
গ্রাম : মিত্তিবাড়ি শ্মশান ঘাট
থানা :টঙ্গী পশ্চিম জিএমপি গাজীপুর।
২) মোঃ বাবু ওরফে বুক-কাটা বাবু(২৬)
পিতা :গিয়াস উদ্দিন
গ্রাম: মাক্কা হাটি
থানা ও জেলা :মুন্সিগঞ্জ
বর্তমানে : এরশাদ নগর
 থানা: টঙ্গী পূর্ব ,গাজীপুর’দ্বয়কে গ্রেপ্তার করা হয়।গ্রেফতারকালে আসামিদের দখল হইতে চাপাতি, ছোরা, হ্যাকসো ব্লেড, সেলাইলেন্স এবং হাতুড়ি উদ্ধার করা হয়।
আসামিদের নামে ছিনতাই, ডাকাতি এবং দস্যুতার  একাধিক মামলা বিজ্ঞ আদালতে  বিচারাধীন আছে।
এসংক্রান্তে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।