ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

শরীয়তপুরে নিখোঁজ করোনায় আক্রান্ত এক বৃদ্ধের লাশ উদ্ধার

ai

নুরে আলম হাওলাদার
রাতে হাসপাতাল থেকে নিখোঁজ করোনায় আক্রান্ত এক রোগীর লাশ পাঁচদিন পর উদ্ধার করেছে পুলিশ। শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশের একটি পরিত্যক্ত ডোবা থেকে আজ শনিবার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে লাশটি পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয়।
নিহত সোনামিয়া ফকির (৭০) জাজিরা উপজেলার পূর্ব আড়াচন্ডি ঠান্ডার মোড় এলাকার মৃত আমির ফকিরের ছেলে। তাঁর এক ছেলে এক মেয়ে। তিনি একজন রিকশা চালক ছিলেন।
জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জাজিরা থানা সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট সোনামিয়া করোনা এন্টিজেন পরিক্ষা করলে পজেটিভ হয়।
করোনায় আক্রান্ত হলে ওইদিনই চিকিৎসার জন্য
জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৬ আগস্ট গভীর রাতে সোনামিয়া সেখান থেকে নিখোঁজ হন। পরে আজ ২১ আগস্ট বেলা ১১টার দিকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশের একটি পরিত্যক্ত ডোবায় স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়।
নিহত সোনামিয়া ফকিরের ছেলে আ: রহমান ফকির বলেন, গত ১০ আগস্ট সকাল ১০টার দিকে আমার বাবাকে জাজিরা হাসপাতালের তৃতীয় তলার করোনা কেবিনে ভর্তি করি। এছাড়া ১৬ আগস্ট রাত ১১টার দিকে বাবাকে ওয়ার্ডে দেখে আসি, তারপর থেকে বাবা নিখোঁজ।  হাসপাতাল থেকে কিভাবে রোগী নিখোঁজ হয়? আজ বাবার লাশ পাওয়া গেছে। বাবার গায়ে কয়েকটি কোপের দাগ দেখা গেছে। তার মানে বাবাকে হত্যা করা হয়েছে। বাবার হত্যার বিচার চাই।
জাজিরা থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা শামসুল হক বলেন, আমরা সোনামিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠাই। লাশের গায়ে বেশ কয়েকটি দাগ পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে তাঁর সঙ্গে কি হয়েছিল।
জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো. রোমান বাদশাহ্ বলেন, সোনামিয়া করোনা পজেটিভ ছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি। তখন পরিবার তার কোন খবর নেননি। তিনি মানসিক চাপে ছিলেন। পরে কি হয়েছিল জানা নেই। আজ লাশ পাওয়া গেছে।
Tag :
আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

শরীয়তপুরে নিখোঁজ করোনায় আক্রান্ত এক বৃদ্ধের লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৪:৪৬:২১ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
নুরে আলম হাওলাদার
রাতে হাসপাতাল থেকে নিখোঁজ করোনায় আক্রান্ত এক রোগীর লাশ পাঁচদিন পর উদ্ধার করেছে পুলিশ। শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশের একটি পরিত্যক্ত ডোবা থেকে আজ শনিবার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে লাশটি পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয়।
নিহত সোনামিয়া ফকির (৭০) জাজিরা উপজেলার পূর্ব আড়াচন্ডি ঠান্ডার মোড় এলাকার মৃত আমির ফকিরের ছেলে। তাঁর এক ছেলে এক মেয়ে। তিনি একজন রিকশা চালক ছিলেন।
জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জাজিরা থানা সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট সোনামিয়া করোনা এন্টিজেন পরিক্ষা করলে পজেটিভ হয়।
করোনায় আক্রান্ত হলে ওইদিনই চিকিৎসার জন্য
জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৬ আগস্ট গভীর রাতে সোনামিয়া সেখান থেকে নিখোঁজ হন। পরে আজ ২১ আগস্ট বেলা ১১টার দিকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশের একটি পরিত্যক্ত ডোবায় স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়।
নিহত সোনামিয়া ফকিরের ছেলে আ: রহমান ফকির বলেন, গত ১০ আগস্ট সকাল ১০টার দিকে আমার বাবাকে জাজিরা হাসপাতালের তৃতীয় তলার করোনা কেবিনে ভর্তি করি। এছাড়া ১৬ আগস্ট রাত ১১টার দিকে বাবাকে ওয়ার্ডে দেখে আসি, তারপর থেকে বাবা নিখোঁজ।  হাসপাতাল থেকে কিভাবে রোগী নিখোঁজ হয়? আজ বাবার লাশ পাওয়া গেছে। বাবার গায়ে কয়েকটি কোপের দাগ দেখা গেছে। তার মানে বাবাকে হত্যা করা হয়েছে। বাবার হত্যার বিচার চাই।
জাজিরা থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা শামসুল হক বলেন, আমরা সোনামিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠাই। লাশের গায়ে বেশ কয়েকটি দাগ পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে তাঁর সঙ্গে কি হয়েছিল।
জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো. রোমান বাদশাহ্ বলেন, সোনামিয়া করোনা পজেটিভ ছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি। তখন পরিবার তার কোন খবর নেননি। তিনি মানসিক চাপে ছিলেন। পরে কি হয়েছিল জানা নেই। আজ লাশ পাওয়া গেছে।