নুরে আলম হাওলাদার
সুরেশ্বর দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর মাওলানা জান শরীফ শাহ্ সুরেশ্বরীর (রহঃ) নাতি ও হযরত নূরী শাহ্ (রহঃ) এর ছোট ছেলে সুরেশ্বর দরবার শরীফের গদিনশীন পীর খাজা শাহ সূফী সৈয়্যদ নূরে আখতার হোসাইন আহমদী চুন্নু নূরী (রহঃ) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৯ আগস্ট) ভোর সাড়ে তিনটার দিকে রাজধানীর অ্যাপলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মালিবাগ চৌধুরী পাড়া ‘খানকায়ে সুরেশ্বরী’-তে সোয়া ১২ টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা শুক্রবার (২০ আগস্ট) সুরেশ্বর দরবার শরীফে বাদ জুমা অনুষ্ঠিত হবে। দরবার শরীফে তাকে দাফন করা হবে।
চুন্নু নূরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামীম।