হিজলা প্রতিনিধি
বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ১৫ ই আগস্টের শোক দিবসের আলোচনা সভায় ৯ আগস্ট হরিনাথপুর ইউনিয়ন পরিষদ মাঠে স্থানীয় সাংসদ পংকজ নাথ তার বক্তব্যে বলেন ১৯৭৫ সালের ১৫ আগস্ট জিয়াউর রহমানের মদদেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সহ পরিবারের কে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূত ও পূর্ণবাসন করেছে এতেই প্রমাণ করে তার নির্দেশেই ওই জঘন্য হত্যাকান্ড হয়েছিল।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হরিনাথপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তৌফিকুর রহমান সিকদার।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, উপজেলা নির্বাহি অফিসার বকুল চন্দ্র কবিরাজ, বরিশাল জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যাপক শাহজাহান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন, যুগ্মসাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম সরদার, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার, বীর মুক্তিযোদ উপজেলা আওয়ামীলীগ নেতা কাজী কামাল উদ্দিন কবির, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক নাজমা বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলতাফ হোসেন, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম সরদার, ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেন উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে কর্মহীন ও দোস্ত ৫৫০ জনের মাঝে নগদ ৫০০ টাকা ও ২০০ জনের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।