ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

শরীয়তপুর জাজিরায় নৌ পুলিশ ফাঁড়ির চেষ্টায় ৪ আসামি সহ ড্রেজার আটক

নুরে আলম হাওলাদার, শরিয়তপুর
শরিয়তপুর জাজিরা উপজেলার বড় কান্দি ইউনিয়নের নামা পাড়ার মাঝ নদী থেকে অবৈধতা ভাবে বালু উত্তলন করায় অবৈধ একটি ড্রেজার  কে আটক করা হয়।
নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল ইসলাম বলেন গোপন সুত্রের ভিত্তিতে গত ১/৮/২০২১ইং বেলা ১০টার দীক (৫) সদ্যসের একটি টিম নির্বাচন করে এ অভিযান চালানো হয় বলে জানান।প্রায় সময় দেখা যায় অবৈধতা ভাবে নদী থেকে বালু উত্তলন করে আসছে একটি কুচক্র, বেশ কয়েক বার অভিযান চালানো হলেও ধরাছোঁয়ার বাইরে তারা।
কিন্তু থেমে নেই, নৌ পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা, বৈ রি আবহা খারাপ থাকা সত্যেও বেরিয়ে পরে তারা এ সমস্ত কার্জকালাপ ঠেকাতে। সেই সাথে ড্রেজারে  থাকা (৪) জন কে আটক করেন মাঝির ঘাট নৌ পুলিশ। চার জনের মধ্যে, (১) মোঃশাহআলম (২৯) পিতা মোঃ জয়নাল আবেদীন সাং চরহোগলা, ২ মোঃ ফরহাদ হোসেন (২৮) পিতা মৃত সালেহ আহাম্মদ সাং চরকি কিশোরগঞ্জ থানা সোনারগাঁ জেলা নারায়ণগঞ্জ, ৩ মোঃ আনিছুর রহমান (অনিক) পিতা মোঃ মোখলেছুর রহমান সাং চর ঝোলকাঠি থানা সদর জেলা পটুয়াখালী, ৪ মোঃ মানিক মালদ (৩২) পিত মৃত হাজি আলি আকবর সাং বিসমিল্লাহ নগর থানা নড়িয়া জেলা শরিয়তপুর।
ঘটনা স্হল হইতে মাঝির ঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল ইসলাম , জাজিরা থানায় অফিসার ইনচার্জ ও উপজেলার নির্বাহি অফিসার আশরাফু জামান ভূঁইয়া কে টেলিফোনে বিস্তারিতো জানান। তারপর, জাজিরা উপজেলার নির্বাহি অফিসার আটক কৃত চার জন কে মোবাইল কোটের মাধ্যমে প্রতি জনকে (৫০) হাজার টাকা করে মোট (২) লক্ষ টাকা জরিমানা করেছে।
বিষয় জাজিরা উপজেলার নির্বাহি অফিসার ও জাজিরা থানার অফিসার ইন্চার্জ এবং এলকা বাসি ব্যাপক ভাবে ধন্যবাদ জানান জাজিরা থানার পূর্ব নাওডোবা ইউনিয়ন মাঝির ঘাট নৌ পুলিশ ফাড়ির ইন্চার্জ নাজমুল ইসলাম কে তার সাহসিকতার প্রশংসা করেন।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

শরীয়তপুর জাজিরায় নৌ পুলিশ ফাঁড়ির চেষ্টায় ৪ আসামি সহ ড্রেজার আটক

আপডেট টাইম : ১১:২০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
নুরে আলম হাওলাদার, শরিয়তপুর
শরিয়তপুর জাজিরা উপজেলার বড় কান্দি ইউনিয়নের নামা পাড়ার মাঝ নদী থেকে অবৈধতা ভাবে বালু উত্তলন করায় অবৈধ একটি ড্রেজার  কে আটক করা হয়।
নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল ইসলাম বলেন গোপন সুত্রের ভিত্তিতে গত ১/৮/২০২১ইং বেলা ১০টার দীক (৫) সদ্যসের একটি টিম নির্বাচন করে এ অভিযান চালানো হয় বলে জানান।প্রায় সময় দেখা যায় অবৈধতা ভাবে নদী থেকে বালু উত্তলন করে আসছে একটি কুচক্র, বেশ কয়েক বার অভিযান চালানো হলেও ধরাছোঁয়ার বাইরে তারা।
কিন্তু থেমে নেই, নৌ পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা, বৈ রি আবহা খারাপ থাকা সত্যেও বেরিয়ে পরে তারা এ সমস্ত কার্জকালাপ ঠেকাতে। সেই সাথে ড্রেজারে  থাকা (৪) জন কে আটক করেন মাঝির ঘাট নৌ পুলিশ। চার জনের মধ্যে, (১) মোঃশাহআলম (২৯) পিতা মোঃ জয়নাল আবেদীন সাং চরহোগলা, ২ মোঃ ফরহাদ হোসেন (২৮) পিতা মৃত সালেহ আহাম্মদ সাং চরকি কিশোরগঞ্জ থানা সোনারগাঁ জেলা নারায়ণগঞ্জ, ৩ মোঃ আনিছুর রহমান (অনিক) পিতা মোঃ মোখলেছুর রহমান সাং চর ঝোলকাঠি থানা সদর জেলা পটুয়াখালী, ৪ মোঃ মানিক মালদ (৩২) পিত মৃত হাজি আলি আকবর সাং বিসমিল্লাহ নগর থানা নড়িয়া জেলা শরিয়তপুর।
ঘটনা স্হল হইতে মাঝির ঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল ইসলাম , জাজিরা থানায় অফিসার ইনচার্জ ও উপজেলার নির্বাহি অফিসার আশরাফু জামান ভূঁইয়া কে টেলিফোনে বিস্তারিতো জানান। তারপর, জাজিরা উপজেলার নির্বাহি অফিসার আটক কৃত চার জন কে মোবাইল কোটের মাধ্যমে প্রতি জনকে (৫০) হাজার টাকা করে মোট (২) লক্ষ টাকা জরিমানা করেছে।
বিষয় জাজিরা উপজেলার নির্বাহি অফিসার ও জাজিরা থানার অফিসার ইন্চার্জ এবং এলকা বাসি ব্যাপক ভাবে ধন্যবাদ জানান জাজিরা থানার পূর্ব নাওডোবা ইউনিয়ন মাঝির ঘাট নৌ পুলিশ ফাড়ির ইন্চার্জ নাজমুল ইসলাম কে তার সাহসিকতার প্রশংসা করেন।