ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ৬ বছর অাজ

ফাইল ছবি

আলোর জগত ডেস্ক :  আজ ২৪ নভেম্বর, তাজরীন ট্রাজেডির ৬ বছর। ২০১২ সালের এই দিনে রাজধানী ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার তাজরীন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১৩ জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা যান। আহত হয় আরও তিন শতাধিক।

দেশের পোশাক শিল্পের ইতিহাসে এটি একটি কালো দিন। একসঙ্গে এত শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা যাবার ঘটনা এটাই প্রথম। এই ট্রাজেডিকে হৃদয় থেকে ভুলতে পারেনি অগ্নিকাণ্ডে নিহত ও আহত শ্রমিকদের পরিবার। আজ শনিবার সকাল ৮টা থেকে নিশ্চিন্তপুর এলাকার তাজরীন ফ্যাশনের সামনে শ্রমিকরা জড়ো হতে থাকে। পরে বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে ফুল দিয়ে নিহত শ্রমিকদের শ্রদ্ধা জানান তারা।

এসময় শ্রমিক নেতারা বলেন, তাজরীন ট্র্যাজেডির ৬ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত হয়নি। এছাড়া কারখানা মালিক দেলোয়াড়ের গ্রেফতার ও ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন তারা।

এদিকে তাজরীন ফ্যাশনের ৬ বছর উপলক্ষে বিকেলে কারখানার সামনে অধিকার নামে একটি সংগঠনের সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০১২ সালেরর ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিতপুরে তাজরীন গামেন্টেসে অগ্নিকাণ্ডে প্রায় ১১৪ জন শ্রমিক নিহত হন ও আহত হন দুই শতাধিক শ্রমিক।

Tag :
আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জ থানা কর্তৃক মতবিনিময় সভা ও ওপেন হাউজ ডে’র আয়োজন

তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ৬ বছর অাজ

আপডেট টাইম : ০৯:২৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ নভেম্বর ২০১৮

আলোর জগত ডেস্ক :  আজ ২৪ নভেম্বর, তাজরীন ট্রাজেডির ৬ বছর। ২০১২ সালের এই দিনে রাজধানী ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার তাজরীন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১৩ জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা যান। আহত হয় আরও তিন শতাধিক।

দেশের পোশাক শিল্পের ইতিহাসে এটি একটি কালো দিন। একসঙ্গে এত শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা যাবার ঘটনা এটাই প্রথম। এই ট্রাজেডিকে হৃদয় থেকে ভুলতে পারেনি অগ্নিকাণ্ডে নিহত ও আহত শ্রমিকদের পরিবার। আজ শনিবার সকাল ৮টা থেকে নিশ্চিন্তপুর এলাকার তাজরীন ফ্যাশনের সামনে শ্রমিকরা জড়ো হতে থাকে। পরে বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে ফুল দিয়ে নিহত শ্রমিকদের শ্রদ্ধা জানান তারা।

এসময় শ্রমিক নেতারা বলেন, তাজরীন ট্র্যাজেডির ৬ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত হয়নি। এছাড়া কারখানা মালিক দেলোয়াড়ের গ্রেফতার ও ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন তারা।

এদিকে তাজরীন ফ্যাশনের ৬ বছর উপলক্ষে বিকেলে কারখানার সামনে অধিকার নামে একটি সংগঠনের সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০১২ সালেরর ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিতপুরে তাজরীন গামেন্টেসে অগ্নিকাণ্ডে প্রায় ১১৪ জন শ্রমিক নিহত হন ও আহত হন দুই শতাধিক শ্রমিক।