ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

ঠিকাদারদের প্রতিমাসে রিটার্ন দাখিলের বিধি শিথিলের দাবীতে মানব বন্ধন

মিজান খান, মাদারীপুর

 

ঠিকাদারদের ভ্যাট এর জরিমানা মওকুফ ও প্রতি মাসে রিটার্ন দাখিলের বিধি শিথিলের দাবিতে মানব বন্ধনের আয়োজন করেন মাদারীপুর সর্বস্তরের ঠিকাদার বৃন্দ। আজ ১৫ই জুলাই ২০২১ইং বেলা ১০ ঘটিকার সময় মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মাদারীপুরের সকল ঠিকাদারদের আয়োজনে এই মানব বন্ধনটি অনুষ্ঠিত হয়। উক্ত মানব বন্ধনে উপস্থিত ছিলেন, মাদারীপুরের বিশিস্ট ঠিকাদার ও ব্যবসায়ীগন। তাদের মধ্যে বিশেষ করে উল্লেখ্য বিশিষ্ট সিনিয়র ঠিকাদার জনাব শাহজাহান হাওলাদার, বিশিষ্ট ঠিকাদার ও মাদারীপুর জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক জনাব বাবু শরীফ, বিশিষ্ট ঠিকাদার সাবেক পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও মাদারীপুর জেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক জনাব জাকির হোসেন হাওলাদার, ঠিকাদার র মাদারীপুর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জনাব ফুয়াদ হাওলাদার, ঠিকাদার র মাদারীপুর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মনির, ঠিকাদার র মাদারীপুর ডাসার থানা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক, ঠিকাদারও মাদারীপুর পৌর ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব মাসলু খান,ঠিকাদার র মাসুখ হাওলাদার, বিশিষ্ট ঠিকাদার ও মাদারীপুর জেলা যুবলীগের সাধারন সম্পাদক জনাব রুবেল খান, ঠিকাদার জনাব সুজন হাওলাদার, ঠিকাদার জনাব তরুন হাওলাদার, ঠিকাদার জনাব সেলিম বেপারী সব জেলার অর্ধশত ঠিকাদার রবৃন্দ।

উক্ত মানব বন্ধনে মাদারীপুর জেলার বিশিষ্ট সিনিয়র ঠিকাদার জনাব শাহজাহান হাওলাদার বলেন, সারা বাংলাদেশ তথা মাদারীপুর সহ সকল ঠিকাদার বৃন্দ দীর্ঘদিন যাবত যে প্রক্রিয়ায় সরকারের বিধি মোতাবেক তাদের ঠিকাদারী ব্যবসা করে এসেছিলেন, হঠাৎ করেই সরকার ঘোষিত নতুন ঠিকাদারী বিধি মোতাবেক প্রতি মাসে অবশ্যই রিটার্ন দাখিল প্রদান এবং তা প্রদানে ব্যার্থ সকল ঠিকাদারকে জরিমানা সরূপ মোটা অংকের অর্থ (আনুমানিক প্রায় দশ হাজার টাকা) প্রদান করতে বাধ্য থাকবেন।

এই বিধি অনুযায়ী ঠিকাদার বর্গের এই ব্যবসা পরিচালনা করা খুবই দূরুহ হয়ে গেছে, কেননা ছোট ছোট অনেক ঠিকাদার তাদের লাইসেন্স নবায়ন করা অবস্থায় সব সময় কাজ পান না, সেক্ষেত্রে তাদের পক্ষে প্রতিমাসে ভ্যাট প্রদান করা অসম্ভব ব্যাপার এবং তা প্রদান করতে না পারলে তাকে জরিমানার সম্মুখীন হতে হচ্ছে।তাই তাদের দাবী এই বিধিটি শিথিল করা হোক।

উক্ত মানব বন্ধনে ঠিকাদার জনাব জাকির হোসেন হাওলাদার বলেন নতুন বিধিটিকে আমরা ঠিকাদার সমাজ কালো বিধি হিসেবে মনে করি, এই বিধিটিকে অতি দ্রুত সংশোধন করে, প্রতি মাসে নয়, বছরান্তে পূর্বের নিয়মে আয়কর রিটার্নের মত প্রদানের সুযোগ করে দিয়ে ঠিকাদার জনগোষ্ঠিকে তাদের ব্যবসা বান্ধব পরিবেশ সৃস্টি করে দিতে জেলা প্রসাশকের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন পূর্বক অর্থ মন্ত্রনালয়ের দ্বারা বিধিটি বাতিল কিংবা শিথিল করার জোড় দাবী জানান।

মাদারীপুর জেলার তরুন ঠিকাদারদের পক্ষে জনাব রুবেল খান বলেন আমরা ঠিকাদারি করে প্রতি মাসে বেতন পাইনা, তাই আমাদের মত ক্ষুদ্র ও তরুন ঠিকাদারগন সারা বছর কাজও থাকেনা, সেক্ষেত্রে আমরা কিভাবে প্রতিমাসে এই ভ্যাট সহ রিটার্ন দাখিল করবো, যা আমাদের মত তরুন ক্ষুদ্র ঠিকাদারদের জন্য অসম্ভব ও এই পেশায় ভবিষৎ সম্ভাবনার উন্নয়ন অর্জন কাল্পনাতীত ব্যপার হয়ে দাড়াবে।

তাই এই মানব বন্ধনের মাধ্যমে সকল ঠিকাদার সমাজকে কাজের সুষ্ঠ পরিবেশ তৈরি করে দিতে উক্ত বিধি বাতিল করে, প্রতি মাসে রিটার্ন দাখিলের বিধি শিথিল ও ভ্যাট এর জরিমানা সম্পূর্ন মওকুফ করার জন্য মাদারীপুর জেলা প্রসাশকের নিকট একটি স্বরকলিপি প্রদান করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষনের মাধ্যমে অর্থ মন্ত্রনালয়ের দ্বারা বিধি বাতিল কিংবা শিথিল করার জোড় দাবী জানান॥

 

Tag :
আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

ঠিকাদারদের প্রতিমাসে রিটার্ন দাখিলের বিধি শিথিলের দাবীতে মানব বন্ধন

আপডেট টাইম : ১১:২১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১

মিজান খান, মাদারীপুর

 

ঠিকাদারদের ভ্যাট এর জরিমানা মওকুফ ও প্রতি মাসে রিটার্ন দাখিলের বিধি শিথিলের দাবিতে মানব বন্ধনের আয়োজন করেন মাদারীপুর সর্বস্তরের ঠিকাদার বৃন্দ। আজ ১৫ই জুলাই ২০২১ইং বেলা ১০ ঘটিকার সময় মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মাদারীপুরের সকল ঠিকাদারদের আয়োজনে এই মানব বন্ধনটি অনুষ্ঠিত হয়। উক্ত মানব বন্ধনে উপস্থিত ছিলেন, মাদারীপুরের বিশিস্ট ঠিকাদার ও ব্যবসায়ীগন। তাদের মধ্যে বিশেষ করে উল্লেখ্য বিশিষ্ট সিনিয়র ঠিকাদার জনাব শাহজাহান হাওলাদার, বিশিষ্ট ঠিকাদার ও মাদারীপুর জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক জনাব বাবু শরীফ, বিশিষ্ট ঠিকাদার সাবেক পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও মাদারীপুর জেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক জনাব জাকির হোসেন হাওলাদার, ঠিকাদার র মাদারীপুর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জনাব ফুয়াদ হাওলাদার, ঠিকাদার র মাদারীপুর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মনির, ঠিকাদার র মাদারীপুর ডাসার থানা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক, ঠিকাদারও মাদারীপুর পৌর ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব মাসলু খান,ঠিকাদার র মাসুখ হাওলাদার, বিশিষ্ট ঠিকাদার ও মাদারীপুর জেলা যুবলীগের সাধারন সম্পাদক জনাব রুবেল খান, ঠিকাদার জনাব সুজন হাওলাদার, ঠিকাদার জনাব তরুন হাওলাদার, ঠিকাদার জনাব সেলিম বেপারী সব জেলার অর্ধশত ঠিকাদার রবৃন্দ।

উক্ত মানব বন্ধনে মাদারীপুর জেলার বিশিষ্ট সিনিয়র ঠিকাদার জনাব শাহজাহান হাওলাদার বলেন, সারা বাংলাদেশ তথা মাদারীপুর সহ সকল ঠিকাদার বৃন্দ দীর্ঘদিন যাবত যে প্রক্রিয়ায় সরকারের বিধি মোতাবেক তাদের ঠিকাদারী ব্যবসা করে এসেছিলেন, হঠাৎ করেই সরকার ঘোষিত নতুন ঠিকাদারী বিধি মোতাবেক প্রতি মাসে অবশ্যই রিটার্ন দাখিল প্রদান এবং তা প্রদানে ব্যার্থ সকল ঠিকাদারকে জরিমানা সরূপ মোটা অংকের অর্থ (আনুমানিক প্রায় দশ হাজার টাকা) প্রদান করতে বাধ্য থাকবেন।

এই বিধি অনুযায়ী ঠিকাদার বর্গের এই ব্যবসা পরিচালনা করা খুবই দূরুহ হয়ে গেছে, কেননা ছোট ছোট অনেক ঠিকাদার তাদের লাইসেন্স নবায়ন করা অবস্থায় সব সময় কাজ পান না, সেক্ষেত্রে তাদের পক্ষে প্রতিমাসে ভ্যাট প্রদান করা অসম্ভব ব্যাপার এবং তা প্রদান করতে না পারলে তাকে জরিমানার সম্মুখীন হতে হচ্ছে।তাই তাদের দাবী এই বিধিটি শিথিল করা হোক।

উক্ত মানব বন্ধনে ঠিকাদার জনাব জাকির হোসেন হাওলাদার বলেন নতুন বিধিটিকে আমরা ঠিকাদার সমাজ কালো বিধি হিসেবে মনে করি, এই বিধিটিকে অতি দ্রুত সংশোধন করে, প্রতি মাসে নয়, বছরান্তে পূর্বের নিয়মে আয়কর রিটার্নের মত প্রদানের সুযোগ করে দিয়ে ঠিকাদার জনগোষ্ঠিকে তাদের ব্যবসা বান্ধব পরিবেশ সৃস্টি করে দিতে জেলা প্রসাশকের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন পূর্বক অর্থ মন্ত্রনালয়ের দ্বারা বিধিটি বাতিল কিংবা শিথিল করার জোড় দাবী জানান।

মাদারীপুর জেলার তরুন ঠিকাদারদের পক্ষে জনাব রুবেল খান বলেন আমরা ঠিকাদারি করে প্রতি মাসে বেতন পাইনা, তাই আমাদের মত ক্ষুদ্র ও তরুন ঠিকাদারগন সারা বছর কাজও থাকেনা, সেক্ষেত্রে আমরা কিভাবে প্রতিমাসে এই ভ্যাট সহ রিটার্ন দাখিল করবো, যা আমাদের মত তরুন ক্ষুদ্র ঠিকাদারদের জন্য অসম্ভব ও এই পেশায় ভবিষৎ সম্ভাবনার উন্নয়ন অর্জন কাল্পনাতীত ব্যপার হয়ে দাড়াবে।

তাই এই মানব বন্ধনের মাধ্যমে সকল ঠিকাদার সমাজকে কাজের সুষ্ঠ পরিবেশ তৈরি করে দিতে উক্ত বিধি বাতিল করে, প্রতি মাসে রিটার্ন দাখিলের বিধি শিথিল ও ভ্যাট এর জরিমানা সম্পূর্ন মওকুফ করার জন্য মাদারীপুর জেলা প্রসাশকের নিকট একটি স্বরকলিপি প্রদান করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষনের মাধ্যমে অর্থ মন্ত্রনালয়ের দ্বারা বিধি বাতিল কিংবা শিথিল করার জোড় দাবী জানান॥