মোঃরিফাত ইসলাম, ফরিদপুর
অবশেষে খাবার পেলেন ভুক্তভো তোগী ৪ জন ফিরোজা জাহিদা মঙ্গলি ও মনি। তাদের খাদ্যসাহায্য দিয়ে সহযোগিতা ফরিদপুর জেলা পুলিশ। তারা ধন্যবাদ দিলেন ফরিদপুর জেলা পুলিশের প্রত্যেকটা সদস্য এবং পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম স্যার কে।
উল্লেখ করা যেতে পারে গত মঙ্গলবার রাতে উক্ত চার মহিলা প্রেসক্লাবে এসে তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন। এসময় ক্লাবে উপস্থিত ছিলেন চ্যানেল আর জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন তিতু, ভোরের কাগজের জেলা প্রতিনিধি বিভাস দাত্ত ও নাগরিক বার্তা র ক্রীড়া প্রতিবেদক মানিক কুমার দাস। এ সময় তারা সংশ্লিষ্ট পত্রপত্রিকায় জিনিসটা আনলে তা জেলা পুলিশের নজরে আসে । এরপর পুলিশ সুপারের নির্দেশে রাতেই তাদের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয় বলে জানা গেছে।
উল্লেখ করা যেতে পারে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে প্রতিদিনই অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।