আলোর জগত ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সবার জন্য সমান সুযোগ তৈরিসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দিতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বসছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান নির্বাচন কমিশনারসহ অপর চার কমিশনার উপস্থিত থাকবেন। এছাড়া পুলিশের আইজি, জননিরাপত্তা বিভাগের সচিব, সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, উপমহাপুলিশ পরিদর্শক ও পুলিশ সুপাররাও (এসপি) উপস্থিত থাকবেন।