জাকির সিকদার, রাজাপুর (ঝালকাঠি)
ঝালকাঠিররাজাপুর উপজেলার ৬টি ইউনিয়নে প্রথম ধাপে দশম স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ২১ জুন অনুষ্ঠিত হওয়া নির্বাচনে রাজাপুর উপজেলার ৬টি ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। গতকাল ৯ম স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচিত হওয়া জনপ্রতিনিধিরা শেষ কার্য দিবস পালন করেছেন।(১২/৭/২০২১ইংরেজী) সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহার আলী ৬টি ইউনিয়নের চেয়ারম্যান দেরকে শপথ বাক্য পাঠ করান।
অন্যদিকে ৬টি ইউনিয়নে নির্বাচিত হওয়া ইউপি সদস্য ও সংরক্ষিত ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করিয়েছেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোক্তার হোসেন। শপথ বাক্য পাঠ কালীন সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি এ্যাতভোকেট খায়রুল আলম সরফরাজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরউজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজুসহ প্রমুখ।