এ,কে,এম শাহাদাৎ হোসেন ,বরগুনা
বরগুনা সদর উপজেলার ৩নং ফুলঝুড়ি ইউনিয়নের সাহেবের হাওলা গ্রামে খেতে গরু চরানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে জসিম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর দেড়টায় সময় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি পড়ছে। দুপুরে হঠাৎ ঝড়ো হাওয়া বসেছে আমাদের এলাকায়। ঠিক এই সময়ে জসিম গরু নিয়ে খেতে যায়। আসার পথে পাশেই একটি গাওয়া গাছের নিচে আশ্রয় নিতে দাঁড়ায় সে। হঠাৎ বিদ্যুৎপৃষ্ঠ হয়। সেখানেই সে মৃত্যুবরণ করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। মৃতঃ জসিম হাং ঐ এলাকার মোঃশাহ আলম খানের ছেলে। দুই ছেলে রয়েছে তার। এবং তার স্ত্রী বিদেশে থাকেন। ঘটনা শোনার সাথে সাথেই বরগুনা সদর থানার পুলিশ ঘটনাস্থলে এসেছেন। মৃত্যু জসিম তার বাবার একমাত্র ছেলে। এখন রয়েছে দুই বোন। জসিমের মা-বাবা ও বোনের কান্নায় ভেঙে পড়েছেন। এলাকায় এসেছে শোকের ছায়া। মৃতঃ জসিমের স্ত্রী বিদেশে গিয়েছিল ভাগ্য পরিবর্তন করার জন্য । কিন্তু ভাগ্য পরিবর্তন ঠিকই হয়েছে দেখে যেতে পারলনা জসিম। এতিম হয়ে গেলো জসিমের দুই ছেলে মা তাও বিদেশ বাচ্চাদের কান্না আহাজারি কেবা দেখে।