মোঃরিফাত ইসলাম, ফরিদপুরে
ফরিদপুরে চতুর্থ দিনের মতো লকডাউন কর্মসূচি চলছে। এ উপলক্ষে জেলা সদরের ভাঙ্গা রাস্তার মোড়, রাজবাড়ী রাস্তার মোড়সহ শহরের বিভিন্ন পয়েন্টে লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ফরিদপুরের জেলা প্রশাসক জনাব অতুল সরকার, পুলিশ সুপার জনাব মোঃ আলীমুজ্জামান, সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল জনাব ফারুকসহ বিজিবি, RAB, আনসারসহ আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর উর্দ্ধতন কর্তাবৃন্দ।
এর আগে সকালে জেলা প্রশাসকের সভাপতিত্বে ও আইন-শৃঙ্খলা বাহিনীর সকল দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, স্কাউটস ব্যক্তিত্বের সমন্বয়ে নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমন প্রতিরোধ এবং প্রাদূর্ভাব মোকাবেলায় সার্বিক পর্যলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার জনাব মোঃ আলীমুজ্জামান, সাংবাদিক প্রবীর কান্তি বালা (পান্না বালা), শেখ মফিজুর রহমান (শিপন), মাহবুব হোসেন পিকুল, এসএম মনিরুজ্জামান, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজের মেডিকেল অফিসার ডাঃ জুবায়ের, স্কাউট লিডার নাসিম প্রমুখ বক্তব্য প্রদান করেন।