নুুুরে আলম হাওলাদার, শরীয়তপুর
সারা দেশের ন্যায় আজ বৃহস্পতিবার শরীয়তপুরেও কঠোর লকডাইন পালিত হয়েছে। লকডাউন চলাকালে জেলার ৬টি উপজেলার সকল দোকানপাট বন্ধ রেখেছে ব্যবসায়ী।
শুধুমাত্র মুদিদোকান, কাচাবাজার ও ঔষধের দোকান খোলা রয়েছে। পন্যবাহী ট্রাক আর জরুরী পরিষেবার গাড়ী ছাড়া গনপরিবহন সহ অন্যান্য যানবাহনও বন্ধ রয়েছে। রাস্তায় পুলিশ ও সিভিল পোষাকে এবং বিজিপি সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছে। এদিকে আজ বৃহস্পতিবার করোভাইরাসের ৮ জন রোগী ভর্তি হয়েছে। তার মধ্যে ৭ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে বলে ডা. এস এম আবদুল্লাহ আল মুরাদ জানিয়েছেন।