মোঃরিফাত ইসলাম,জেলা প্রতিনিধি ফরিদপুরঃ
মহামারী করোনাকে কেন্দ্র করে সারাদেশে চলছে লকডাউন।
এর অংশ হিসেবে ফরিদপুর শহরে ও কঠোরভাবে লকডাউন পালন করা হচ্ছে। বলা চলে অন্যদিনের থেকে আজকে লকডাউন টা ছিল চোখে পড়ার মতো।
এদিন সকালে শহরের বিভিন্ন বাজার গুলি নয়টার মধ্যে বন্ধ করে দেয়া হয়। তাছাড়া লকডাউন উপলক্ষে শহরে বিভিন্ন স্পটে পুলিশের কঠোর নজরদারি লক্ষ্য করা যায়।
এদিকে শহরের আলিমুজ্জামান বেইলি সেতুতে উভয় পাশ কে আটকে দেবার কারণে জনগণকে পারাপারে মারাত্মক অসুবিধার সম্মুখীন হতে হয়।
লকডাউন উপলক্ষে শহরের প্রধান প্রধান রাস্তায় লোকজন তেমন ছিল না বললেই চলে।
অথচ ইউনিয়ন গুলিতে স্বাভাবিক অবস্থা বিরাজ করতে দেখা যায়।
এদিকে লকডাউন কে কেন্দ্র করে আগামী দু-তিন দিন শহরে প্রশাসনের নজরদারি থাকবে বলে ধারণা করা হচ্ছে।
এই সংবাদ দেখা পর্যন্ত এখন পর্যন্ত লকডাউন শান্তিপূর্ণভাবে অতিবাহিত হচ্ছে। তবে সাধারণ লোক রিকশাচালক দিনমজুর খেটে খাওয়া মানুষ কে মারাত্মক কষ্টের মধ্যে সময় অতিবাহিত করতে দেখা যায়
এ সংবাদ দেখা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে যথেষ্ট পুলিশি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।