প্রায় সময় নিশান মেয়েটার সাথে দেখা করতে যেতো, কিন্তু ১৭ তারিখ দিবাগত রাতে নিশান, আায়শা আক্তারের বাড়িতে এবং পেছনের দরজা দিয়ে প্রবেশ করে। অতপর তাদের সাথে প্রেমের আলাপ চলে দীর্ঘ (৪) ঘন্টা এক পর্যায় নিশান মেয়েটিকে বিয়ের কথা বলে। নানা কৌশলে আয়শা আক্তারের স্লীতাহানি করার চেষ্টা করে।

তাতে কোনো লাভ না হলে, শুরু করে জোর পূর্বক মুখের ভেতর কম্বল চাপিয়ে দেয়। এবং তাকে শারিরিক ভাবে নির্যাতন করে বলে জানান জাজিরা থানা পুলিশ ও এলাক বাসি।
এ ব্যাপারে শরিয়তপুর জাজিরা থানার পূর্ব নাওডোবা ইউনিয়নের হাজি নকরি মাদবর চর কান্দির এলাকা বাসি অনেক আতংকের মধ্যে আছে বলে জানান ঐ এলাকার বাসিন্দার।এ বিসয় আয়শা আক্তার এর বাবা কে নানা ভাবে হুমকি ধামকি দিয়ে আসছিলো জুলহাস শেখ নামের এক ব্যাক্তি।
জানা গেছে জুলহাস শেখ সাবরেজিস্টারির একজন দলিল লেখক। নানা হুমকি দামকির পর আয়শা আক্তারের বাবা আয়নাল বয়াতি এলাকা বাসির সহয়াতায় জাজিরা থানায় একটি মামলা দায়ের করেন। অতঃপর গতকাল ১৮/০৬/২০২১ রাত সারে এগারোটার দিকে পুলিশ অভিজান চালায়। দীর্ঘ (১) ঘন্টার পর আসামি নিশান কে ধরতে সক্ষম হন