স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি দারুণ এক সুখবর দিয়েছে বাংলাদেশের দুই আম্পায়ার গাজী সোহেল ও তানভীর আহমেদকে। আইসিসির আম্পায়ারদের প্যানেলে অন্তর্ভুক্ত হয়েছেন তারা। প্যানেলে আগে থেকেই থাকা বাকি দুই বাংলাদেশি হলেন শরফুদ্দৌলা ইবনে সৈকত ও মাসুদুর রহমান মুকুল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেই অভিষেক হবে গাজী সোহেলের। আগামী ২০ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিনি দ্বিতীয় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।
এছাড়া সিরিজ শুরু আগে আজ থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ ও বিসিবি একাদশের মধ্যকার দুই দিনের প্রস্তুতি ম্যাচেও আম্পায়ার হিসেবে মাসুদুর রহমান মুকুলের সাথে দায়িত্ব পালন করবেন সোহেল।
আইসিসির প্যানেলে আইসিসির পূর্ণ সদস্য মানে টেস্ট খেলুড়ে দেশগুলোর প্রত্যেকটি দেশ থেকে আছেন চারজন আম্পায়ার। তবে, কেবল আফগানিস্তান ও নিউজিল্যান্ড থেকে আছেন তিনজন করে। সর্বশেষ জাতীয় লিগ চলাকালেই আইসিসি দুই বাংলাদেশিকে অন্তর্ভুক্ত করার আভাস দিয়েছিল।