মোঃরিফাত ইসলাম, জেলাপ্রতিনিধি ফরিদপুরঃ
আব্দুল আজিজ চাচা, বয়স প্রায় ৮০ ছুই।দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে প্যাডেল রিকসা চালান, জীবনের শেষ বয়সে এসেও রিকসা চালিয়ে সংসার চালান, কিন্তুু এ শেষ বয়সে প্যাডেল রিকসা চালানো তার জন্য কষ্ট হয়ে যাচ্ছিলো, দরকার ছিলো একটা মটরচালিত রিকসার।
এক বড় ভাই পোস্ট করলেন, বিষয়টি আমাদের নজরে আসে এবং আজিজ চাচাকে একটা রিকসা দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয় । আলহামদুলিল্লাহ্ তার নিকট আজ রিকসাটি হস্তান্তর করা হলো, শুকরিয়া, রিকসাটি পেয়ে ব্যাপক উৎফুল্ল। জীবনের শেষে এসে হিসেব নিকেশ বাদ দিয়ে কিছু জিনিসকে ভালো থাকাটাকেই আকড়ে ধরি আমরা। আশা করি এই রিকসা থেকে কিছু ইনকাম করে ভালোভাবে জীবন চালাতে পারবেন।
কৃতজ্ঞতা থাকলো ক্যামেরার পিছনের মানুষগুলোর প্রতি যে বা যারা অর্থায়নে ছিলেন রাব্বি ভাই , চুন্নু ভাই ও অনেকে।
কৃতজ্ঞতায় শরীফ খান,রিফাত ইসলাম ভাই, শরীফুল ইসলাম ভাই,মহুয়া আপু, সজিব ভাই।
ভালো থাকুক আজিজ চাচা।মানবতার জয় হোক।