নুরে আলম হাওলাদার,শরীয়তপুর
শরীয়তপুরের ভেদরগঞ্জে ডোবার পানিতে পড়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের আবুল বন্দুকসির কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- লামিয়া আক্তার (৬) ও মাসুদ ব্যাপারী (৬)। তারা ওই গ্রামের কুদ্দুস ব্যাপারীর যমজ সন্তান।
দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হানিফ চোকদার বলেন, সকালে লামিয়া ও মাসুদ বাড়ির পাশে এক সঙ্গে খেলা করছিল। স্বজনরা তাদের বাড়ির আশপাশে খুঁজতে থাকেন। একপর্যায়ে বাড়ির পাশের ডোবায় তাদের দেখতে পান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।