মোঃরিফাত ইসলাম,জেলা প্রতিনিধি ফরিদপুরঃ
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ফরিদপুর জেলা শাখা এর উদ্যোগে আজ ৭ জুন বাঙালি জাতির মুক্তির সনদ ঐতিহাসিক ৬ দফা দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ৬ দফা আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি জনাব শওকত আলী জাহিদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফয়সাল আহম্মেদ রবিন এর সঞ্চালনায় সভাপতির সমাপনী বক্তব্য এর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
উক্ত অনুষ্ঠানে ফরিদপুর জেলা, থানা ও শহর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।