ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫

রিক্সা, অটো গাড়ী থামিয়ে ছিনতাই

জমির আলী, চিটাগাং রোড, ঢাকা

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চিটাগাং রোড হইতে মৌচাক দৈনিক সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত বিভিন্ন ফিল্মি কায়দায় ছিনতাই করা হয়। রিক্সা, অটো গাড়ী থামিয়ে ছিনতাই করা হয়। এমনকি কিছু সংখ্যক মহিলা উক্ত রোডে পতিতা, পুরুষ দেখিলে রিক্সা অটো গাড়ী থামিয়ে আসতে বলে। পুরুষরা রাজি না হইলে চিৎকার করিবে বলে অথবা যাহা কিছু আছে দিতে বলে। এভাবে প্রায়ই অনেক পুরুষ লোক ছিনতাইকারী ও মহিলাদের খপ্পড়ে পড়িয়া সর্বস্ব হারিয়েছে। তাই উক্ত এলাকাটিতে স্থানীয় আইন প্রশাসনদের সুদৃষ্টি দেওয়ার জন্য বিনীত অনুরোধ করিতেছি। যাহাতে চিটাগাং থেকে মৌচাক পর্যন্ত জনসাধারণ সুন্দর ও সুস্থ্যভাবে চলাচল করতে পারে। এই ধরনের পতিতা ও ছিনতাইকারীর হাত থেকে রক্ষা পায় পরিবেশ সুন্দর থাকে সেদিকে প্রশাসনের সুদৃষ্টি ও নজর দেয়ার জন্য অনুরোধ করছি। এ ধরনের কু-কৃত্তি বা ছিনতাই যাহাতে ভবিষ্যতে আর না হয় তাহার বিহিত ব্যবস্থা করিতে প্রশাসন যাহাতে অবহেলা না করেন সেই জন্য অনুরোধ করছি এবং মৌচাক রোডের আগে ধনু হাজী রোড এ হেরোইনখোর, গাঁজাখোরদের আড্ডা দেখা যায়। এরা যাতে আড্ডা দিতে না পারে সেই ব্যবস্থা নেওয়া উচিত বলিয়া মনে করি। এলাকা সুন্দর রাথতে হলে হেরোইনখোর, গাঁজাখোরদের, ইয়াবা সেবনকারীদের শাস্তির ব্যবস্থা করা একান্ত প্রয়োজন বলিয়া মনে করি। সমাজকে সঠিকভাবে গড়ার জন্য একাত্বতা প্রকাশ করি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

রিক্সা, অটো গাড়ী থামিয়ে ছিনতাই

আপডেট টাইম : ১১:৫৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১

জমির আলী, চিটাগাং রোড, ঢাকা

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চিটাগাং রোড হইতে মৌচাক দৈনিক সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত বিভিন্ন ফিল্মি কায়দায় ছিনতাই করা হয়। রিক্সা, অটো গাড়ী থামিয়ে ছিনতাই করা হয়। এমনকি কিছু সংখ্যক মহিলা উক্ত রোডে পতিতা, পুরুষ দেখিলে রিক্সা অটো গাড়ী থামিয়ে আসতে বলে। পুরুষরা রাজি না হইলে চিৎকার করিবে বলে অথবা যাহা কিছু আছে দিতে বলে। এভাবে প্রায়ই অনেক পুরুষ লোক ছিনতাইকারী ও মহিলাদের খপ্পড়ে পড়িয়া সর্বস্ব হারিয়েছে। তাই উক্ত এলাকাটিতে স্থানীয় আইন প্রশাসনদের সুদৃষ্টি দেওয়ার জন্য বিনীত অনুরোধ করিতেছি। যাহাতে চিটাগাং থেকে মৌচাক পর্যন্ত জনসাধারণ সুন্দর ও সুস্থ্যভাবে চলাচল করতে পারে। এই ধরনের পতিতা ও ছিনতাইকারীর হাত থেকে রক্ষা পায় পরিবেশ সুন্দর থাকে সেদিকে প্রশাসনের সুদৃষ্টি ও নজর দেয়ার জন্য অনুরোধ করছি। এ ধরনের কু-কৃত্তি বা ছিনতাই যাহাতে ভবিষ্যতে আর না হয় তাহার বিহিত ব্যবস্থা করিতে প্রশাসন যাহাতে অবহেলা না করেন সেই জন্য অনুরোধ করছি এবং মৌচাক রোডের আগে ধনু হাজী রোড এ হেরোইনখোর, গাঁজাখোরদের আড্ডা দেখা যায়। এরা যাতে আড্ডা দিতে না পারে সেই ব্যবস্থা নেওয়া উচিত বলিয়া মনে করি। এলাকা সুন্দর রাথতে হলে হেরোইনখোর, গাঁজাখোরদের, ইয়াবা সেবনকারীদের শাস্তির ব্যবস্থা করা একান্ত প্রয়োজন বলিয়া মনে করি। সমাজকে সঠিকভাবে গড়ার জন্য একাত্বতা প্রকাশ করি।