ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

রাজশাহী মেডিকেলে করোনা রোগির বিছানা শেষ

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী ব্যুরো :

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রতিদিনই উদ্বেগজনক হারে বাড়ছে করোনা রোগী ও করোনা উপসর্গের রোগী। হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩২ জন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ১৫ জন, রাজশাহীর ১৩ জন, নওগাঁর ৩ জন ও নাটোরের ১ জন রয়েছেন। এ নিয়ে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ভর্তি আছেন ২২৫ জন রোগী।

হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস বলেন, হাসপাতালে করোনা ইউনিটে মোট বিছানা ২৩২টি। এর মধ্যে শুক্রবার সকাল ১০টার মধ্যেই ২২৫ জন রোগী ভর্তি আছেন। যেকোনো সময় বাকি সিটগুলো ফুরিয়ে যাবে। ফলে যাঁদের অক্সিজেন স্যাচুরেশন কম, অবস্থা খারাপ, তাঁদেরই হাসপাতালে ভর্তি নেওয়া হচ্ছে। আর যাদের সামান্য উপসর্গ আছে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দৈনিক মৃত্যুর সংখ্যা কমছেই না। এ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন। করোনা উপসর্গে মারা গেছেন ছয়জন। এই মৃত্যু প্রায় দেড় বছরের মধ্যে এক দিনে সর্বোচ্চ।

হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গে মারা গেছেন ছয়জন। এই ১৬ জনের মধ্যে করোনার ‘হটস্পট’ চাঁপাইনবাবগঞ্জের ৯ জন, রাজশাহীর ৬ জন, নওগাঁর ১ জন রয়েছেন।

তাঁদের মধ্যে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঁচজন, ৩ ও ২৫ নম্বর ওয়ার্ডে তিনজন করে, ২২ ও ২৯ নম্বর ওয়ার্ডে দুজন করে এবং ৩৯ নম্বর ওয়ার্ডে একজন মারা গেছেন। হাসপাতাল থেকে তাঁদের লাশ স্বাস্থ্যবিধি মেনে দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ঈদের পর থেকে উদ্বেগজনক হারে বাড়ছে মৃত্যু। মে মাসের শেষ সপ্তাহ থেকে এই সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। শুধু গত ২৪ মে দুপুর থেকে ৪ জুন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৩ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে করোনা সংক্রমিত ছিলেন ৫৬ জন। অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এর মধ্যে গত ২৪ মে ১০ জন, ২৫ মে ৪ জন, ২৬ মে ৪ জন, ২৭ মে ৪ জন, ২৮ মে ৯ জন, ৩০ মে সর্বোচ্চ ১২ জন, ৩১ মে ৪ জন, ১ জুন ৭ জন, ২ জুন ৭ জন, ৩ জুন ৯ জন ও গত ২৪ ঘণ্টায় ১৬ জন মারা গেলেন।

এদিকে, রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিভাগের আট জেলায় ৩৭২ জন করোনা আক্রান্ত রোগি শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ রাজশাহীর ১১৮ জন। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জের ১০৯ জন, নওগাঁর ২৪, নাটোরের ৩৭ জন, জয়পুরহাটের ৩৬ জন, বগুড়ার ১৫ জন, সিরাজগঞ্জের ১৪ জন ও পাবনার ১৯ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

রাজশাহী মেডিকেলে করোনা রোগির বিছানা শেষ

আপডেট টাইম : ০৩:১৫:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী ব্যুরো :

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রতিদিনই উদ্বেগজনক হারে বাড়ছে করোনা রোগী ও করোনা উপসর্গের রোগী। হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩২ জন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ১৫ জন, রাজশাহীর ১৩ জন, নওগাঁর ৩ জন ও নাটোরের ১ জন রয়েছেন। এ নিয়ে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ভর্তি আছেন ২২৫ জন রোগী।

হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস বলেন, হাসপাতালে করোনা ইউনিটে মোট বিছানা ২৩২টি। এর মধ্যে শুক্রবার সকাল ১০টার মধ্যেই ২২৫ জন রোগী ভর্তি আছেন। যেকোনো সময় বাকি সিটগুলো ফুরিয়ে যাবে। ফলে যাঁদের অক্সিজেন স্যাচুরেশন কম, অবস্থা খারাপ, তাঁদেরই হাসপাতালে ভর্তি নেওয়া হচ্ছে। আর যাদের সামান্য উপসর্গ আছে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দৈনিক মৃত্যুর সংখ্যা কমছেই না। এ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন। করোনা উপসর্গে মারা গেছেন ছয়জন। এই মৃত্যু প্রায় দেড় বছরের মধ্যে এক দিনে সর্বোচ্চ।

হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গে মারা গেছেন ছয়জন। এই ১৬ জনের মধ্যে করোনার ‘হটস্পট’ চাঁপাইনবাবগঞ্জের ৯ জন, রাজশাহীর ৬ জন, নওগাঁর ১ জন রয়েছেন।

তাঁদের মধ্যে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঁচজন, ৩ ও ২৫ নম্বর ওয়ার্ডে তিনজন করে, ২২ ও ২৯ নম্বর ওয়ার্ডে দুজন করে এবং ৩৯ নম্বর ওয়ার্ডে একজন মারা গেছেন। হাসপাতাল থেকে তাঁদের লাশ স্বাস্থ্যবিধি মেনে দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ঈদের পর থেকে উদ্বেগজনক হারে বাড়ছে মৃত্যু। মে মাসের শেষ সপ্তাহ থেকে এই সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। শুধু গত ২৪ মে দুপুর থেকে ৪ জুন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৩ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে করোনা সংক্রমিত ছিলেন ৫৬ জন। অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এর মধ্যে গত ২৪ মে ১০ জন, ২৫ মে ৪ জন, ২৬ মে ৪ জন, ২৭ মে ৪ জন, ২৮ মে ৯ জন, ৩০ মে সর্বোচ্চ ১২ জন, ৩১ মে ৪ জন, ১ জুন ৭ জন, ২ জুন ৭ জন, ৩ জুন ৯ জন ও গত ২৪ ঘণ্টায় ১৬ জন মারা গেলেন।

এদিকে, রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিভাগের আট জেলায় ৩৭২ জন করোনা আক্রান্ত রোগি শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ রাজশাহীর ১১৮ জন। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জের ১০৯ জন, নওগাঁর ২৪, নাটোরের ৩৭ জন, জয়পুরহাটের ৩৬ জন, বগুড়ার ১৫ জন, সিরাজগঞ্জের ১৪ জন ও পাবনার ১৯ জন।