আসাদুল হক সবুজ , নিজস্ব প্রতিবেদক(বরিশাল বিভাগ) :প্রথম আলোর জেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা, নির্যাতনের প্রতিবাদ, মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি এবং স্বাস্থ্য বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বরগুনায়। বরগুনা প্রথম আলো’ বন্ধু সভার আয়োজনে বৃহস্পতিবার (২০ মে) বেলা ১০টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে মৌন মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন প্রতিবাদ ও মৌনমিলন সমাবেশে উপস্থিত ছিলেন, প্রথম আলো বরগুনা প্রতিনিধি, বন্ধু সভার সভাপতি, সম্পাদক, অন্যান্য সদস্য বৃন্দ, সাংস্কৃতিক, সামাজিক ও বরগুনা ফটো এন্ড ভিডিও জার্নালিস্ট ফোরামে নেতাকর্মীসহ সচেতন নাগরিকবৃন্দ। অপরদিকে সকাল ১১টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ) এর আয়োজনে জেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা, নির্যাতনের প্রতিবাদ, মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি এবং স্বাস্থ্য বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক এ্যাড. সোহেল হাফিজ, সাবেক সাধারণ সম্পাদক স্বপন দাস, বরগুনা প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক বাদশা, সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি এ্যাড. মোস্তফা কাদের সহ অনেকে। এসময় প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক বাদশা বলেন, পেশাগত দায়ীত্ব পালনের সময় সাংবাদিক রোজিনা ইসলামের উপর যে নির্যাতন হয়েছে তা অত্যান্ত দুঃখজনক। একজন সকরারি কর্মকর্তা কোন বলে একজন সংবাদ কর্মীকে এভাবে আটক করে রেখেছে তা আমরা জানতে চাই। এবং এই নির্যাতেনর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রোজিনা ইসলামের মুক্তির দাবী জানাচ্ছি। এছাড়াও অন্যান্য বক্তারা বলেন, বর্তমান সময়ে বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতার দিকপাল রোজিনা ইসলাম আন্তর্জাতিকভাবে অনুসন্ধানী সাংবাদিকতায় খ্যাতি অর্জন করেছেন। তিনি স্বাস্থ্য বিভাগের শত শত কোটি টাকার দুর্নীতি ও অনিয়ম নিয়ে একের পর এক ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেছেন। এ কারণে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনার পাশাপাশি হেনস্থা করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং এ ঘটনার সঙ্গে জড়িত স্বাস্থ্য বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচারের দাবি জানাই। এ সময় বক্তারা রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারেরও দ্রুত দাবি জানান।
সংবাদ শিরোনাম :
সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে বরগুনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- দৈনিক আলোর জগত ডেস্ক :
- আপডেট টাইম : ১২:৫৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
- ১৭৮ বার পড়া হয়েছে
Tag :