ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫

মাদারীপুরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে যাত্রীদের উপচেপড়া ভিড় ; বাড়ছে করোনা ঝুঁকি !!

মাদারীপুর প্রতিনিধি, মিজানুর রহমান খানঃ পবিত্র ঈদুল ফিতরের সামনে রেখে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুর শিবচরের বাংলাবাজার নৌপথে দক্ষিণাঞ্চলমুখী যাত্রী ও যানবাহনের প্রচণ্ড চাপ। ফেরিতে যাত্রীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ঘাট কর্তৃপক্ষ। এদিকে স্বাস্থ্যবিধি ছাড়াই ফেরিতে করে যাত্রী পারাপার করা হচ্ছে। এতে করোনা সংক্রমণের ঝুঁকি আরও মারাত্মক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। শিমুলিয়া ফেরিঘাট ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকাল থেকেই ঘাটে যাত্রীদের ভিড় লক্ষ করা যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাত থেকেই ঘাটে ধীরে ধীরে মানুষের চাপ বাড়তে থাকে। এই নৌপথে দক্ষিণ অঞ্চলের ২১ জেলার মানুষ যাতায়াত করছে। আজ সকালে ঘাটে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে গেছে। বেলা ১১টা নাগাদ ঘাটে যানবাহন ও মানুষের জটলা বেঁধে যায়। শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় আছে আট শতাধিক যানবাহন। করোনার সংক্রমণ ঠেকাতে চলাচলে বিধিনিষেধ থাকলেও মানুষের মধ্যে তেমন সতর্কতা নেই। প্রতিটি ফেরিতে ঢাকা থেকে আসা যাত্রীদের ভিড় দেখা যায়। গায়ে গা ঘেঁষে, কেউ মাস্ক পরে, আবার কেউ মাস্ক ছাড়া পদ্মা পার হওয়ার জন্য ফেরিঘাটে অপেক্ষা করছেন। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানার প্রবণতা লক্ষ করা যায়নি। ঢাকা থেকে আসা বরিশালগামী মুজিবুর রহমান খান বলেন, “ঈদে বাড়ি তো যেতে হবে। আর বাড়ি যেতে হলে পদ্মা পার হইতে হবে। ঘাটে তো আবার লঞ্চ-স্পিডবোট সবই বন্ধ। তাই বাধ্য হয়ে একমাত্র ফেরিতে উঠতে হলো। ভিড় ঠেলে অনেক কষ্টে ফেরিতে পারাপার হইছি।”ঢাকার যাত্রীবাড়ি থেকে খুলনাগামী জসিম মিয়া বলেন, একদিকে ভিড় অন্যদিকে প্রচন্ড রোদ আর গরম। মাস্ক পরে থাকা যায় না। তবুও মাস্ক পরে আছি। এত গাদাগাদির মধ্যে স্বাস্থ্যবিধি কী আর ঠিক রাখা যায়”।
এদিকে আরো উল্লেখ থাকে যে, বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে গত ০৩ মে বাংলাবাজারের পুরাতন কাঁঠালবাড়ী ঘাটের কাছে বাল্কহেডের সাথে স্পিডবোট মর্মান্তিক দুর্ঘটনায় ২৬ জন নিহত হওয়ায় যাত্রীদের নিরাপত্তায় আজ শুক্রবার (০৭ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত মাদারীপুর শিবচরের বাংলাবাজার ঘাটে প্রশাসনিকভাবে অভিযান পরিচালনা করে শতাধিক স্পিডবোট ও ট্রলারের পাখা খুলে নিয়েছেন উক্ত ভ্রাম্যমাণ আদালত। এই অভিযানটি পরিচালনা করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো: আসাদুজ্জামান।এখন স্পিডবোটে যাতায়াত করা যাত্রীদেরও চাপ পরেছে ফেরিগুলোতে।
শিমুলিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য), মো: সাফায়াত আহম্মেদ জানান, ঈদ কে সামনে রেখে ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ প্রচণ্ড। যাত্রীদের কারণে ফেরিগুলোতে গাড়ি লোড করা যাচ্ছে না। ফেরি ঘাটে এলেই যাত্রীরা তাতে হুমড়ি খেয়ে উঠে পড়ছেন। ১৩টি ফেরিতে যাত্রী ও যানবাহন পারাপার চলমান রয়েছে। অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে এই মুহূর্তে। মানুষের মধ্যে করোনা নিয়ে কোন ভাবনা লেস মাত্র নেই। অনেক অনুরোধ করেও যাত্রীদের সচেতন করা যাচ্ছে না॥

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

মাদারীপুরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে যাত্রীদের উপচেপড়া ভিড় ; বাড়ছে করোনা ঝুঁকি !!

আপডেট টাইম : ১১:২১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ মে ২০২১

মাদারীপুর প্রতিনিধি, মিজানুর রহমান খানঃ পবিত্র ঈদুল ফিতরের সামনে রেখে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুর শিবচরের বাংলাবাজার নৌপথে দক্ষিণাঞ্চলমুখী যাত্রী ও যানবাহনের প্রচণ্ড চাপ। ফেরিতে যাত্রীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ঘাট কর্তৃপক্ষ। এদিকে স্বাস্থ্যবিধি ছাড়াই ফেরিতে করে যাত্রী পারাপার করা হচ্ছে। এতে করোনা সংক্রমণের ঝুঁকি আরও মারাত্মক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। শিমুলিয়া ফেরিঘাট ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকাল থেকেই ঘাটে যাত্রীদের ভিড় লক্ষ করা যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাত থেকেই ঘাটে ধীরে ধীরে মানুষের চাপ বাড়তে থাকে। এই নৌপথে দক্ষিণ অঞ্চলের ২১ জেলার মানুষ যাতায়াত করছে। আজ সকালে ঘাটে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে গেছে। বেলা ১১টা নাগাদ ঘাটে যানবাহন ও মানুষের জটলা বেঁধে যায়। শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় আছে আট শতাধিক যানবাহন। করোনার সংক্রমণ ঠেকাতে চলাচলে বিধিনিষেধ থাকলেও মানুষের মধ্যে তেমন সতর্কতা নেই। প্রতিটি ফেরিতে ঢাকা থেকে আসা যাত্রীদের ভিড় দেখা যায়। গায়ে গা ঘেঁষে, কেউ মাস্ক পরে, আবার কেউ মাস্ক ছাড়া পদ্মা পার হওয়ার জন্য ফেরিঘাটে অপেক্ষা করছেন। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানার প্রবণতা লক্ষ করা যায়নি। ঢাকা থেকে আসা বরিশালগামী মুজিবুর রহমান খান বলেন, “ঈদে বাড়ি তো যেতে হবে। আর বাড়ি যেতে হলে পদ্মা পার হইতে হবে। ঘাটে তো আবার লঞ্চ-স্পিডবোট সবই বন্ধ। তাই বাধ্য হয়ে একমাত্র ফেরিতে উঠতে হলো। ভিড় ঠেলে অনেক কষ্টে ফেরিতে পারাপার হইছি।”ঢাকার যাত্রীবাড়ি থেকে খুলনাগামী জসিম মিয়া বলেন, একদিকে ভিড় অন্যদিকে প্রচন্ড রোদ আর গরম। মাস্ক পরে থাকা যায় না। তবুও মাস্ক পরে আছি। এত গাদাগাদির মধ্যে স্বাস্থ্যবিধি কী আর ঠিক রাখা যায়”।
এদিকে আরো উল্লেখ থাকে যে, বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে গত ০৩ মে বাংলাবাজারের পুরাতন কাঁঠালবাড়ী ঘাটের কাছে বাল্কহেডের সাথে স্পিডবোট মর্মান্তিক দুর্ঘটনায় ২৬ জন নিহত হওয়ায় যাত্রীদের নিরাপত্তায় আজ শুক্রবার (০৭ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত মাদারীপুর শিবচরের বাংলাবাজার ঘাটে প্রশাসনিকভাবে অভিযান পরিচালনা করে শতাধিক স্পিডবোট ও ট্রলারের পাখা খুলে নিয়েছেন উক্ত ভ্রাম্যমাণ আদালত। এই অভিযানটি পরিচালনা করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো: আসাদুজ্জামান।এখন স্পিডবোটে যাতায়াত করা যাত্রীদেরও চাপ পরেছে ফেরিগুলোতে।
শিমুলিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য), মো: সাফায়াত আহম্মেদ জানান, ঈদ কে সামনে রেখে ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ প্রচণ্ড। যাত্রীদের কারণে ফেরিগুলোতে গাড়ি লোড করা যাচ্ছে না। ফেরি ঘাটে এলেই যাত্রীরা তাতে হুমড়ি খেয়ে উঠে পড়ছেন। ১৩টি ফেরিতে যাত্রী ও যানবাহন পারাপার চলমান রয়েছে। অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে এই মুহূর্তে। মানুষের মধ্যে করোনা নিয়ে কোন ভাবনা লেস মাত্র নেই। অনেক অনুরোধ করেও যাত্রীদের সচেতন করা যাচ্ছে না॥