ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫

শ্রীপুরে জব্দ হলো অবৈধ মালামাল

আতিকুল ইসলাম পরান: শ্রীপুর উপজেলার বরমী বাজারের এক চুনের দোকানে মিলল অবৈধ মালামাল।আর এর স্বাক্ষী হল আজকের আলোকিত সকালের ৪ জন সাংবাদিক।জানা যায় তারা শ্রীপুর থানার ওসিকে অবগত করে শ্রীপুর বরমী উত্তর বাজারের কফিল উদ্দিন এর দোকানে তথ্য অনুসন্ধানের জন্য উপস্হিত হয়।গোপন তথ্যের ভিত্তিতে তারা বিভিন্ন উপায়ে অনুসন্ধান করে কোন প্রকারের ভেজাল দ্রব্য তার দোকানে আছে কিনা যার মাধ্যমে চুনে বিভিন্ন মিশ্রণ করা যায়।ঠিক সেয় সময় রহস্যজনক এক তথ্য মিলে দোকানদার কফিল এর দোকানে।কে বা কারা তার দোকানে কিছু দ্রব্যাদি রেখে যায়। আর এই দ্রব্যাদির মালিক কে তার কোন খোজ পাওয়া যায় না।যখন দোকানদার কফিল উদ্দিনকে প্রশ্ন করা হয় এই দ্রব্যাদির মালিক সম্পর্কে তখন তিনি বলেন যে তিনি জানেন না মালিক কে। পরে এই দ্রব্যের ব্যাগ খোলেন কফিল দোকানদার।আর এর মধ্যেথেকে মেলে ককটেল সাদৃশ্য লাল রঙ্গের ৫ টি কৌটা।যা প্রায় তিন কেজি ওজনের আর কৌটার ভিতর নাম না জানা কিছু পাউডার। তখন একজন সাংবাদিক শ্রীপুর থানার ওসিকে ফোন দেয় যখন উত্তর না পাওয়া যায় তখন তারা কল করে ৯৯৯ এ এবং চাওয়া হয় আইনি সহযোগিতা তখন সেই স্হানে এস আই নয়ন উপস্হিত হন। এবং দোকানটি পর্যবেক্ষণ করেন। এক পর্যায়ে অবৈধ দ্রব্য গুলি জব্দার্থে দৈনিক আজকের আলোকিত সকালের ৪ সদস্যকে সম্মানের সহিত নিয়ে যায় থানায় এবং সাক্ষী হিসেবে সাক্ষর নেয় জব্দ নামায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

শ্রীপুরে জব্দ হলো অবৈধ মালামাল

আপডেট টাইম : ০৯:৪০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১

আতিকুল ইসলাম পরান: শ্রীপুর উপজেলার বরমী বাজারের এক চুনের দোকানে মিলল অবৈধ মালামাল।আর এর স্বাক্ষী হল আজকের আলোকিত সকালের ৪ জন সাংবাদিক।জানা যায় তারা শ্রীপুর থানার ওসিকে অবগত করে শ্রীপুর বরমী উত্তর বাজারের কফিল উদ্দিন এর দোকানে তথ্য অনুসন্ধানের জন্য উপস্হিত হয়।গোপন তথ্যের ভিত্তিতে তারা বিভিন্ন উপায়ে অনুসন্ধান করে কোন প্রকারের ভেজাল দ্রব্য তার দোকানে আছে কিনা যার মাধ্যমে চুনে বিভিন্ন মিশ্রণ করা যায়।ঠিক সেয় সময় রহস্যজনক এক তথ্য মিলে দোকানদার কফিল এর দোকানে।কে বা কারা তার দোকানে কিছু দ্রব্যাদি রেখে যায়। আর এই দ্রব্যাদির মালিক কে তার কোন খোজ পাওয়া যায় না।যখন দোকানদার কফিল উদ্দিনকে প্রশ্ন করা হয় এই দ্রব্যাদির মালিক সম্পর্কে তখন তিনি বলেন যে তিনি জানেন না মালিক কে। পরে এই দ্রব্যের ব্যাগ খোলেন কফিল দোকানদার।আর এর মধ্যেথেকে মেলে ককটেল সাদৃশ্য লাল রঙ্গের ৫ টি কৌটা।যা প্রায় তিন কেজি ওজনের আর কৌটার ভিতর নাম না জানা কিছু পাউডার। তখন একজন সাংবাদিক শ্রীপুর থানার ওসিকে ফোন দেয় যখন উত্তর না পাওয়া যায় তখন তারা কল করে ৯৯৯ এ এবং চাওয়া হয় আইনি সহযোগিতা তখন সেই স্হানে এস আই নয়ন উপস্হিত হন। এবং দোকানটি পর্যবেক্ষণ করেন। এক পর্যায়ে অবৈধ দ্রব্য গুলি জব্দার্থে দৈনিক আজকের আলোকিত সকালের ৪ সদস্যকে সম্মানের সহিত নিয়ে যায় থানায় এবং সাক্ষী হিসেবে সাক্ষর নেয় জব্দ নামায়।