মোঃরিফাত ইসলাম ফরিদপুর থেকেঃ সেবা সপ্তাহের শেষ দিনে ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের সচেতনতামূলক বাজার তদারকি।
পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ সেবা সপ্তাহের শেষ দিন আজ ০৬ মে ২০২১ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধাভাজন মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং মান্যবর জেলা প্রশাসক, ফরিদপুর মহোদয়ের সার্বিক সহযোগিতায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক সদর উপজেলার চকবাজার ও থানারোডে সচেতনতামূলক বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। পরিচালিত কার্যক্রমের বিবরণঃ
১। সেবা সপ্তাহ উপলক্ষে এবং করোনাকালীন পরিস্থিতিতে মুদি ব্যবসায়ীগণকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি এবং একইসঙ্গে করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে ভোক্তা-সাধারণের মধ্যে সরকার নির্ধারিত স্বাস্হবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়-বিক্রয় করার আহ্বান জানানো হয়েছে।
২। চাল, ডাল, আলু, খোলা ভোজ্যতেল, রসুন, আদা ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন এবং প্রদর্শনকৃত তালিকার চেয়ে অধিকমূল্যে পণ্য বিক্রি না করা এবং অতি মুনাফা করা থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীগণকে সচেতন করা হয়।
৩। মেসার্স জামাল স্টোর কর্তৃক ন্যায্যমূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম তদারকি করা হয়।
এছাড়াও বিশেষ মাস্ক পরিধান করুন, সুস্হ থাকুন বিষয়ে ভোক্তা সাধারণকে সচেতন করা হয়েছে। এসময় জনাব মোঃ বজলুর রশিদ খান, জেলা স্যানিটারী ইন্সপেক্টর উপস্থিত থেকে প্রচারণা কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন|