ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

জাজিরায় পুকুরে নেমে ২ বোনের মৃত্যু

শরীয়তপুরের জাজিরা উপজেলায় পুকুরে গোসল করতে নেমে শরীফা আক্তার (১১) ও ইসরাত জাহান (৯) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশু দুটি সম্পর্কে আপন চাচাতো বোন।

বুধবার (৫ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার জাজিরা ইউনিয়নের গফুর মোল্লা কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

শরীফা আক্তার ওই গ্রামের অটোরিকশাচালক আলমগীর হোসেন মোল্লার মেয়ে। সে জাজিরা বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। ইসরাত পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষক আবুল কালাম আজাদ মোল্লার মেয়ে। সে শরীয়তপুর ইসলামিয়া কামিল মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্রী।

জাজিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম রফিকুল ইসলাম (রফিক মাস্টার) ও নিহতদের প্রতিবেশী বীর মুক্তিযোদ্ধা আবুল ওয়াহিদুজ্জামান মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার দুপুরে শরীফা ও ইসরাত প্রতিবেশী আজিজুল খার বাড়ির পুকুরে পরিবারের সদস্যদের অগোচরে তারা গোসল করতে যায়। গোসল করতে নেমে পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাদের না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাফি মোহাম্মদ বলেন, পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বলেন, মারা যাওয়া শিশুদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এখন আমিও যাব। এটা একটি মর্মান্তিক ঘটনা।

Tag :
আপলোডকারীর তথ্য

গ্রাম পুলিশ সদস্যকে ধর্ষণের অভিযোগে এক ইউপি চেয়ারম্যান ও সহযোগীর বিরুদ্ধে মামলা

জাজিরায় পুকুরে নেমে ২ বোনের মৃত্যু

আপডেট টাইম : ০৮:০০:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১

শরীয়তপুরের জাজিরা উপজেলায় পুকুরে গোসল করতে নেমে শরীফা আক্তার (১১) ও ইসরাত জাহান (৯) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশু দুটি সম্পর্কে আপন চাচাতো বোন।

বুধবার (৫ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার জাজিরা ইউনিয়নের গফুর মোল্লা কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

শরীফা আক্তার ওই গ্রামের অটোরিকশাচালক আলমগীর হোসেন মোল্লার মেয়ে। সে জাজিরা বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। ইসরাত পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষক আবুল কালাম আজাদ মোল্লার মেয়ে। সে শরীয়তপুর ইসলামিয়া কামিল মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্রী।

জাজিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম রফিকুল ইসলাম (রফিক মাস্টার) ও নিহতদের প্রতিবেশী বীর মুক্তিযোদ্ধা আবুল ওয়াহিদুজ্জামান মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার দুপুরে শরীফা ও ইসরাত প্রতিবেশী আজিজুল খার বাড়ির পুকুরে পরিবারের সদস্যদের অগোচরে তারা গোসল করতে যায়। গোসল করতে নেমে পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাদের না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাফি মোহাম্মদ বলেন, পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বলেন, মারা যাওয়া শিশুদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এখন আমিও যাব। এটা একটি মর্মান্তিক ঘটনা।