পিরোজপুরের মঠবাড়িয়ায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আদর্শ মানব কল্যাণ সোসাইটি (ওঐডঝ) এর উদ্যোগে আজ ১ মে শনিবার সকাল ১০ টায় সংগঠনটির দক্ষিণাঞ্চল আঞ্চলিক কার্যালয়ে কার্যনিবার্হী পরিষদের পক্ষ থেকে উপদেষ্টা পরিষদের ৪ জন সদস্যকে ক্রেষ্ট ও পবিত্র মাহে রমজান উপলক্ষে কিছু অসহায় মানুষকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং তার পরে সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব রিয়াজ উদ্দিন মধ্যপ্রাচ্য থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্ধোধন করে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান।
কার্যনিবার্হী পরিষদের দপ্তর সম্পাদক মর্তুজা হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপদেষ্টা জনাব নূর হোসেন মোল্লা, উপদেষ্টা মাসুম রেজা নূর, সভাপতি জনাব নাজমুল আহসান কবির, কেন্দ্রীয় পরিষদের সহ সভাপতি এমাদুল হক রিপন। উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এজাজ চৌধুরী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম রাসেল, আজীবন সদস্য ও মঠবাড়িয়া রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোস্তফা কামাল বুলেট, মাসুম বিল্লাহ কামাল, রেজোয়ান আলী ইসমাইল, শারমিন সুলতানাসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
এসময় সোসাইটির পক্ষ থেকে ২ জনকে আর্থিক সহায়তা, ২ জনকে শিক্ষা সহায়তা, ১ জনকে চিকিৎসা সহায়তায় নগদ ২০,৫০০ বিশ হাজার পাঁচশত টাকা ও ১ জনকে গৃহ নির্মাণ সহায়তা হিসাবে ২ বান টিন প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির জন্য দোয়া করেন সাংবাদিক রেজাউল ইসলাম।
সংবাদ শিরোনাম :
মঠবাড়িয়ায় আদর্শ মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে ক্রেষ্ট ও দুস্থদের সহায়তা প্রদান
- দৈনিক আলোর জগত ডেস্ক :
- আপডেট টাইম : ০৪:৪৪:২২ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১
- ১৯৪ বার পড়া হয়েছে
Tag :