মান্যবর জেলা প্রশাসক, ফরিদপুর জনাব অতুল সরকার স্যারের সদয় নির্দেশনা অনুযায়ী বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের নেতৃত্বে চকবাজার এলাকায় তরমুজের খুচরা দোকানসমূহে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফরিদপুর কর্তৃক যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযানে যৌক্তিক মূল্য অপেক্ষা অধিক মূল্যে তরমুজ বিক্রি করা, আড়তদারের স্বাক্ষরযুক্ত ক্রয় রশিদ ও মূল্য তালিকা না থাকার অপরাধে ২ জন খুচরা তরমুজ বিক্রেতাকে নির্বাহী ম্যজিস্ট্রেট মহোদয় কর্তৃক ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে অর্থদন্ড আরোপ করা হয়েছে।
করোনায় স্বাস্হ্যবিধি পরিপালনসহ যৌক্তিক মূল্যে তরমুজ ও অন্যান্য নিত্যপণ্য বিক্রির নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়াও ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে পৌর সুপার মার্কেটের ফার্মেসীসমূহে পরিচালিত বাজার অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ১টি ফার্মেসীকে অর্থদন্ড আরোপ এবং সতর্ক করা হয়েছে। এসময় জনাব মোঃ বজলুর রশিদ খান, জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও জেলা পুলিশের ২টি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে|