>
মঙ্গলবার, ০৯ অগাস্ট ২০২২, ০৭:৪৫ অপরাহ্ন
আতিকুল ইমলাম পরান, শ্রীপুর ।।
গাজীপুর জেলার শ্রীপুর থানায় একজন হতদরিদ্র গরিবের বাড়ি ঘরের মধ্যে আক্রমণের অভিযোগ পাওয়া যায়। এই ঘটনা ঘটে শ্রীপুরের অন্তরর্গত কেওয়া পূর্বখন্ড এলাকায়।
এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন।তিনি জানান যে দীর্ঘদিন যাবৎ তার বাড়িতে কে বা কারা রাতের অন্ধকারে ইট পাক্কেল নিক্ষেপ করিয়া তার পরিবারের সকলকে উত্তপ্ত করে আসছে। আরও বিভিন্ন পন্হায় তাকে অত্যাচার করে আসছে।তার বাড়ির মধ্যে বিভিন্ন গাছপালা কাটার মাধ্যমে ক্ষয়ক্ষতি করে আসছে।এমনকি তার বাড়িতে আরো বিভিন্ন প্রকার বজ্য পদার্থ নিক্ষেপ করার মাধ্যমে উত্তপ্ত করে আসছে।
জানা যায় যে ১৮/৪/২০২১ তারিখে রাত্রে অনুমান০৯.৩০ সময় পূর্বের ন্যায় অজ্ঞাতনামারা তার বাড়ীতে ব্যাটারির বড় পাথর নিক্ষেপ করে যার ফলে তার বাড়ির টিনের বেড়া ছিড়ে যায় এবং তার দশ বছরের নাতনি জুনায়েত হোসেনর মাথায় লাগার উপক্রম হয়। এই বিষয়ে এস আই দেলোয়ার হোসেন জানান যে এই বিষয়ে তদন্ত এর মাধ্যমে ব্যাবস্হা নেয়া হবে।
Leave a Reply