স্টাফ রিপোর্টার, মাদারীপুরঃ
মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়িয়া এলাকায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আধিপত্য বিস্তার ও দলীয় কোন্দলের জেরে হত্যা করা হয়েছে এমনটা অভিযোগ করেছে নিহতের স্বজনরা।
রবিবার (৪ এপ্রিল) সকালে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়ীয়া গ্রামের বেপারী বাড়ীর পেছনে কলাবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবক সদর থানার পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়িয়া এলাকার আসমত বেপারীর ছেলে জুয়েল বেপারী (৩২), তিনি পেশায় একজন ভ্যানচালক।
স্থানীয়সুত্রে জানা যায়, রবিবার ভোরে বেপারী বাড়ির পেছনে জুয়েলের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। পরবর্তীতে পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে প্রেরন করে। প্রাথমিকভাবে ধারনা করা হয়েছে কুপিয়ে ও ছুড়িকাঘাতে হত্যা করা হয়েছে জুয়েলকে।
নিহতের ফুপু বলেন, ছোটবেলায় ওর মা মইরা গেছে, মা মরা পোলাডারে আমার কাছে লইয়া আইছি। আমার বাবাকে ইউনুস চৌকিদারের লোক হান্নান বেপারী ওরা মাইরা হালাইছে। আমি প্রশাসনের কাছে বিচার চাই।
নিহতের ফুপাত ভাই খোকন হাওলাদার বলেন, আমার ভাই একজন নিরিহ ও সহজ সরল আমার ভাইকে এভাবে যারা মেরে ফেলেছে, আইনের মাধ্যমে তাদের সঠিক বিচারের দাবী জানাই।
অতিরিক্ত পুলিশ সুপার এহ্সানুর রহমান ভূইয়া জানায়, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে ঘটনার সত্যতা জানা যাবে। এবং যারা ঘটনার সাথে জড়িত তাদের অতি দ্রুত গ্রেফতার করা হবে।