মোঃরিফাত ইসলাম।ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
কৃষক বাঁচলে বাঁচবে দেশ,
খাদ্য সংকট হবে নিরুদ্দেশ। এই স্লোগানকে ধারণ করে
পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প” সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে-২০২১ পাট উৎপাদন মৌসুমে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নে ২০০ জন কৃষকের মাঝে পাটের বীজ ও রসায়নিক সার বিতরণ করেছেন কানাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে পাটের বীজ:-১ কেজি, ইউরিয়া:- ৬ কেজি, টিএসপি:- ৩ কেজি ও এমওপি:- ৩ কেজি করে ২০০ জন কৃষকের প্রত্যেকের মাঝে ১ কেজি পাটের বীজ ও মোট ১২ কেজি করে এ সার সুষ্ঠুভাবে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তার প্রতিনিধি, কানাইপুর ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ইউপি সদস্য রকিবুল আলম খাঁন, আবুল কাশেম ব্যাপারী ও সংরক্ষিত মহিলা সদস্য তাসলিমা বেগম, খোদেজা বেগম, সাবিনা বেগম প্রমুখ।