ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে ভারতে গেলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তিনি এবারের আসরে খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে।
শনিবার (২৭ মার্চ) সকালে সাকিব ঢাকা ত্যাগ করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রটোকল কমিটির সদস্য ওয়াসিম খান নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ইউএস বাংলার একটি ফ্লাইটে আজ পৌনে ১০টায় সাকিব কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।