ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগজীবন সাহার ৯১ তম ব্যাগ রক্ত দান

মোঃরিফাত ইসলামঃ

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জগজীবন সাহার ২৬শে মার্চ ৫০তম স্বাধীনতা দিবস ও সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে স্বেচ্ছায় রক্ত দান করেছেন। এ নিয়ে তিনি মোট ৯১ বার রক্ত দান করলেন।

শুক্রবার দুপুর ১.৩০ টায় সন্ধানী ডোনার ক্লাবে স্বেচ্ছায় ১ ব্যাগ রক্ত দান করার মধ্যে দিয়ে ৯১তম ব্যাগ রক্ত দান করেছেন।

তিনি শহরের বর্ধিত পৌরসভার দেওড়া সাবেক (ভবনন্দপুর) গ্রামের মৃত নিতাই লাল সাহার চার পুত্রের মধ্যে তৃতীয়। তার বয়স ৫০ বছর। তিনি পেশায় ব্যবসায়ী। ফরিদপুরের বর্ধিত পৌরসভার মুন্সিরবাজারে তার ডেকোরেশন ও টিন এবং স্যানিটারী মালামালের ব্যবসা রয়েছে।

স্বেচ্ছায় রক্ত দানের বিষয় তার কাছে জানতে চাইলে এ বিষয়ে তিনি বলেন, আমি স্বেচ্ছায় ১৯৯১ সাল থেকে রক্ত দেয়া শুরু করি। আজ অব্দি ৯১তম ব্যাগ রক্ত দান করলাম, তার মধ্যে ৭৬ ব্যাগ ফরিদপুর সন্ধানী ডোনার ক্লাবকে ও ১৫ ব্যাগ অন্যান্যদেরকে দিয়েছি।

একজন মানবতাবাদী মানুষ জগজীবন সাহা শুধু রক্ত দেয়াই নয়, সমাজের সব ধরণের ভালো কাজে তিনি অংশ গ্রহন করে থাকেন।

তিনি তার বিবাহের দিন ও প্রথম সন্তান হবার দিন, তার পিতার মৃত্যুবার্ষিকী সহ বিশেষ বিশেষ দিনে রক্তদান করার মধ্য দিয়ে দিনের সুচনা করেছেন। তিনি ব্যবসায়িক কার্যক্রম ছাড়াও বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নেন।
তিনি আরও বলেন, মানুষ মানুষের কল্যাণের জন্য কাজ করবে। শুধু নিজ ধর্মীয় গোত্রেই নয়, বিভিন্ন ধর্মের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করার মাঝেই শান্তি।

সন্ধানী ডোনার ক্লাবে স্বেচ্ছায় রক্ত দেয়ার সময় ক্লাবের কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন। জগজীবন সাহা সন্ধানী ডোনার ক্লাব ফরিদপুর এর সর্বোচ্চ রক্তদাতা সদস্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগজীবন সাহার ৯১ তম ব্যাগ রক্ত দান

আপডেট টাইম : ০৬:২৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১

মোঃরিফাত ইসলামঃ

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জগজীবন সাহার ২৬শে মার্চ ৫০তম স্বাধীনতা দিবস ও সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে স্বেচ্ছায় রক্ত দান করেছেন। এ নিয়ে তিনি মোট ৯১ বার রক্ত দান করলেন।

শুক্রবার দুপুর ১.৩০ টায় সন্ধানী ডোনার ক্লাবে স্বেচ্ছায় ১ ব্যাগ রক্ত দান করার মধ্যে দিয়ে ৯১তম ব্যাগ রক্ত দান করেছেন।

তিনি শহরের বর্ধিত পৌরসভার দেওড়া সাবেক (ভবনন্দপুর) গ্রামের মৃত নিতাই লাল সাহার চার পুত্রের মধ্যে তৃতীয়। তার বয়স ৫০ বছর। তিনি পেশায় ব্যবসায়ী। ফরিদপুরের বর্ধিত পৌরসভার মুন্সিরবাজারে তার ডেকোরেশন ও টিন এবং স্যানিটারী মালামালের ব্যবসা রয়েছে।

স্বেচ্ছায় রক্ত দানের বিষয় তার কাছে জানতে চাইলে এ বিষয়ে তিনি বলেন, আমি স্বেচ্ছায় ১৯৯১ সাল থেকে রক্ত দেয়া শুরু করি। আজ অব্দি ৯১তম ব্যাগ রক্ত দান করলাম, তার মধ্যে ৭৬ ব্যাগ ফরিদপুর সন্ধানী ডোনার ক্লাবকে ও ১৫ ব্যাগ অন্যান্যদেরকে দিয়েছি।

একজন মানবতাবাদী মানুষ জগজীবন সাহা শুধু রক্ত দেয়াই নয়, সমাজের সব ধরণের ভালো কাজে তিনি অংশ গ্রহন করে থাকেন।

তিনি তার বিবাহের দিন ও প্রথম সন্তান হবার দিন, তার পিতার মৃত্যুবার্ষিকী সহ বিশেষ বিশেষ দিনে রক্তদান করার মধ্য দিয়ে দিনের সুচনা করেছেন। তিনি ব্যবসায়িক কার্যক্রম ছাড়াও বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নেন।
তিনি আরও বলেন, মানুষ মানুষের কল্যাণের জন্য কাজ করবে। শুধু নিজ ধর্মীয় গোত্রেই নয়, বিভিন্ন ধর্মের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করার মাঝেই শান্তি।

সন্ধানী ডোনার ক্লাবে স্বেচ্ছায় রক্ত দেয়ার সময় ক্লাবের কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন। জগজীবন সাহা সন্ধানী ডোনার ক্লাব ফরিদপুর এর সর্বোচ্চ রক্তদাতা সদস্য।